ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই জিতে সিরিজ দখলে নিলেন কোহলিরা

ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই জয়ের আগেই  সিরিজ জয়ের ঝান্ডা প্রথম ম্যাচ থেকেই উড়িয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সফর যেখানে শেষ করেছিল সেখান থেকেই নিউজিল্যান্ড সফর শুরু করে ভারতীয় দল। প্রথম দুই ওডিআই-এ ভারতের সামনে রীতিমতো উড়ে যায় হোম টিম। তৃতীয় মাচ ছিল ঘরের মাঠে কিউইদের ঘুরে দাঁড়ানোর। কিন্তু তেমনটা হল না। বরং সাত উইকেটে ম্যাচ হেরে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়ে গেল উইলিয়ামসনদের। এ বার শেষ দুই ম্যাচ নিউজিল্যান্ডের কাছে সম্মানের আর ভারতের কাছে ক্লিনশিটের হাতছানি।

সোমবার বে ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে  ব্যাট করে ভারতের সামনে ২৪৪ রানের টার্গেট রাখে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপ্তিল (১৩) ও মুনরো (৭) শুরুতেই ফিরে যান ভুবনেশ্বর ও শামির বলে দীনেশ কার্তিক আর রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে। তিন নম্বরে নেমে অধিনায়ক উইলিয়ামসনও কোনও ভরসা দিতে পারেননি। তাঁকে ২৮ রানে ফেরান চাহাল। এর পর কিউই ব্যাটিংয়ের হাল ধরেন টেলর ও লাথাম।

টেলরের ব্যাট থেকে আসে ১০৬ বলে ৯৩ রানের ইনিংস। ৬৪ বলে ৫১ রান করেন লাথাম। এই দু’য়ের ব্যাটে ভর করে ২০০ রানের গণ্ডি পেড়িয়ে যায় নিউজিল্যান্ড। যদিও এই দু’জন আউট হওয়ার পর আর কেউ বড় রান করতে পারেননি। এক ওভার বাকি থাকতেই ২৪৩ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটো করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ড্যে।

হার্দিক-লোকেশ মুক্ত হলেন নির্বাসন থেকে, মুখ পুড়ল বিসিসিআই ও সিওএ-র

নির্বাসন কাটিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পাণ্ড্যে। এই নির্বাসন যেন তাঁকে আরও আক্রমণাত্মক করে তুলেছে। দুরন্ত ক্যাচ থেকে বল হাতে জোড়া উইকেট, এ দিন মাঠেই তিনি জবাব দিয়ে দিয়েছেন সমালোচকদের। বুঝিয়ে দিয়েছেন একজন ক্রিকেটারের জন্য মাঠে নেমে পারফর্ম করাটাই আসল। সে ব্যাক্তিগত জীবনে কী করল সেটা বিষয় হওয়া উচিৎ নয়।

জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেয় ভারত। ওপেন করতে নেমে ২৮ রান করে শিখর ধাওয়ান প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর ভারতকে জয়ের পথে নিয়ে যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৭৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন রোহিত। ৭৪ বলে ৬০ রান করে বিরাট কোহলি। এই দু’জন আউট হওয়ার পর বাকি কাজ করে দেন দীনেশ কার্তিক (৪০) ও অম্বাতি রায়ডু (৩৮)। দু’জনেই অপরাজিত থাকেন।

এ দিন খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। কিন্তু তাঁর জায়গায় দলে এসে নিজের ভূমিকা পালন করে গেলেন কার্তিক। নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট নিলেন বোল্ট। একটি উইকেট সাঁতনারের। ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ শামি।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)