ভারতের বিশ্রী হার, ৮০ রানে প্রথম টি২০ হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত

ভারতের বিশ্রী হারনিউজিল্যান্ড শিবিরে উচ্ছ্বাস। ছবি: ফেসবুক

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতের বিশ্রী হার । অস্ট্রেলিয়ার মাটি থেকে যে বিদেশ সফর শুরু হয়েছিল টি২০ সিরিজ দিয়ে এ বার সেটা শেষ হতে চলেছে নিউজিল্যান্ডের মাটিতে টি২০ সিরিজ দিয়ে। শুরু টি২০ সফর ড্র করেছিল ভারত। তার পর থেকে যে জয়ের ধারা শুরু হয়েছিল তা চলেছে নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তার পর অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজে হারিয়ে নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে হারিয়েই টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথম ম্যাচে রীতিমতো মুখ থুবড়ে পড়ল রোহিত শর্মার ভারতীয় দল

টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই জয়ের রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ওপেনার টিম সেইফার্ট একাই ভারতের বোলারদের নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। সঙ্গে কখনও মুনরো তো কখনও উইলিয়ামসন। ৪৩ বলে ৮৪ রানের ইনিংস খেলেন সেইফার্ট। তাঁর এই ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি দিয়ে।

আর এক ওপেনার কলিন মুনরোর ব্যাট থেকে আসে ২০ বলে ৩৪ রান। কেন উইলিয়ামসন করেন ২২ বলে ৩৪ রান। মিচেল আট রানে আউট হয়ে গেলে ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন টেলর। গ্র্যান্ডহোম তিন ও সাঁতনার সাত রানে ফেরেন। সাত বলে ২০ রান করেন কুগেলেজিন। ২০ ওভার শেষে নিউজিল্যান্ড থামে ২১৯/৬-এ। ভারতের হয়ো দুটো উইকেট নেন হার্দিক পাণ্ড্যে। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পাণ্ড্যে ও যুজবেন্দ্র চাহাল।

হাউ ইজ দ্য জোশ? হাই স্যর … ক্রিকেট মাঠেও শোনা গেল এই হুঙ্কার

লক্ষ্যটা ভারতের জন্য খুব সহজ ছিল না। কিন্তু ভারতীয় ব্যাটিং যে এ ভাবে ধরাশায়ী হবে সেটা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। ব্যাটিং বিপর্যয় হয়তো একেই বলে। ম্যাচ শেষে ব্যাটের ভরাডুবিকেই দায়ী করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্রীভাবে হারতে হল প্রথম টি২০তে। ৮০ রানে হেরে ০-১এ পিছিয়ে পড়ল ভারত।

রোহিত শর্মা ১ রানে ফিরে গেলেন প্যাভেলিয়নে। শিখর ধাওয়ান কিছুটা লড়াই করলেন বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে। কিন্তু বড় পার্টনারশির না হওয়ায় ভুগতে হল ভারতকে। শিখৱ ধাওয়ান ১৮ বলে ২৯ ও বিজয় শঙ্কর ১৮ বলে ২৭ রান করে আউট হলেন। ঋষভ পন্থ চার রান করে আউট হন। ভারতের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান এমএস ধোনির। ৩১ বলে ৩৯ রান করেন তিনি।

এর পর দীনেশ কার্তিক পাঁচ, হার্দিক পাণ্ড্যে পাঁচ, ক্রুনাল পাণ্ড্যে ২০, ভুবনেশ্বর কুমার ১ ও যুজবেন্দ্র চাহাল ১ রান করে আউট হয়ে যান। ১৯.২ ওভারে ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তিন উইকেট নেন টিম সাউদি। দুটো করে উইকেট নেন ফার্গুসন, সাঁতনার ও সোধি। এক উইকেট মিচেলের। ৮০ রানে হেরে যায় ভারত।

ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, ‘‘আমরা কোনও বড় পার্টনারশিপ তৈরি করতে পারিনি। আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছিলাম এই ভেবে যে কোনও টার্গেটই পেড়িয়ে যাব। কিন্তু তেমনটা হল না।’’

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)