ভারত বনাম ইংল্যান্ড: ইংল্যান্ডের ১০০০তম টেস্টে সাফল্যের লক্ষ্যে ভারত

ভারত বনাম ইংল্যান্ড

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড , পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার নেমে পড়ছে দুই দল। তার আগের টি২০ সিরিজ ভারত জিতলেও ওয়ান ডে সিরিজ ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। এ বার সব থেকে কঠিন সিরিজের সামনে দুই দেশ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল কথার লড়াই। ভারত অধিনায়ক বিরাট কোহালির ইংল্যান্ডে রেকর্ড তেমন ভাল নয়। তাঁর সামনেও সেই রেকর্ড বদলে নতুন কিছু করার তাগিদ।

বুধবার বার্মিংহ্যামের এজবাস্টনে ভারতের বিরুদ্ধে নামার আগে আবার নতুন বিতর্ক উসকে দিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। স্পিনার আদিল রশিদকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দলে নিয়েই বড় বিতর্কের সামনে পড়েছিল ইংল্যান্ড। এ বার প্রথম টেস্টেই তাঁকে প্রথম দলে রেখে সেই সমালোচকদের মুখেই যেন পাল্টা জবাব দিল টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন টেস্ট ক্রিকেট না খেলা রশিদকে অবশ্য হালকাভাবে নিচ্ছে না ভারতীয় টিং ম্যানেজমেন্ট। রাহানে বলেন, ‘‘ও খুব ভাল বোলার, রিস্ট স্পিনাররা সব সময়ই উিকেট টেকার হয়। আর ইংল্যান্ডের বর্তমান পরিবেশে এই বোলিং কাজে লাগবে।’’

এই মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছে ভারত। কিন্তু এই শীর্ষ স্থান ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততেই হবে ভারতকে। সেই লক্ষ্যেই নামছে বিরাট অ্যান্ড ব্রিগেড। গত পাঁচ বছরে ভারত ছ’টির মধ্যে মাত্র একটিই টেস্ট সিরিজ জিততে পেরেছে এশিয়ার বাইরে। তাও আবার দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটিতেও ভারতের টেস্ট রেকর্ড আশাব্যাঞ্জক নয়। ৫৭টি ম্যাচের মধ্যে ছ’টিতে জিতেছে ভারত। এবং তার মধ্যে রয়েছে তিনটি সিরিজ জয়। তাও শেষ সিরিজ জয় এসেছে ২০০৭ সালে। তার আগে ১৯৭১ ও ১৯৮৬তে সিরিজ জিতেছিল ভারত।

এ দিকে একদিন আগেই প্রথম টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। যেখানে রয়েছেন, অ্যালেস্টার কুক, কেটন জেনিংস, জো রুট, দাবিদ মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জোস বাটলার, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডরসন। রশিদই প্রথম টেস্টে ইংল্যান্ড দলের একমাত্র স্পিনার। অধিনায়ক জো রুট জোস বাটলারকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিয়েছে পাঁচ ম্যাচের সিরিজের জন্য। ইংল্যান্ড একদিনের দলেরও সহ-অধিনায়ক তিনি। মইন আলি ও জ্যামি পোর্টারের প্রথম একাদশে জায়গা হয়নি।

সবে জাতীয় দলে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির

ভারতকে অবশ্য স্বস্তি দিচ্ছে ইংল্যান্ডের বর্তমান আবহাওয়া। ইংল্যান্ডের বর্তমান আবহাওয়া যদি পুরো টেস্ট সিরিজে থেকে যায় তা হলে পিচ শুকনো ও তাতে ধুলো থাকবে। যেটা ভারতের প্রায় সব পিচেই দেখা যায়। তা ভারতের কাজে লাগবে। আর সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে এসে অজিঙ্ক রাহানে বলেন, ‘‘এই মুহূর্তে ইংল্যান্ডের যা আবহাওয়া তা অনেকটা মুম্বই, চেন্নাইয়ের মতো।’’ এই পরিবেশে ভারতের পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে হবে। ভারতীয় দলের সব থেকে বড় ধাক্কা অবশ্যই ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরার না থাকা। তবে মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবরা এশিয়ার বাইরে নিজেদের অতীতেও প্রমাণ করেছেন।