অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট: অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত আত্মসমর্পণ ভারতের

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট-এ অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করল ভারত। মাত্র ৩৬ রানেই থেমে গেল দ্বিতীয় ইনিংসে। ৯০ রানের লক্ষ্য  নিয়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছিল। শেষমেশ তারা ৮ উইকেটে জিতেও যায়।

ভারতীয় ব্যাটসম্যানরা একে একে ক্রিজে নেমেছেন এবং প্রায় কোনও রান না করেই উইকেট খুইয়ে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট যে মাঠে হল, তাকে যেন কিছুতেই বশে আনতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। না বোলার, না ব্যাটসম্যান। অন্য দিকে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মতো বোলাররা কিন্তু গোলা ছুড়ে গেলেন পিচে। আবার বারতীয় বোলাররা যখন বল করতে নামলেন, তখন তাদের দেখে মনে হল প্রথম মাঠে নেমেছেন। উমেশ যাদব, যশপ্রীত বুমরা তো অস্ট্রেলিয়ার দুই নড়বড়ে ওপেনারকেও বিপুল ভাবে ভরসা জুগিয়ে গেলেন।

খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

তবে অধিনায়ক বিরাট কোহলি বোলারদের থেকে ব্যাটসম্যানদেরই বেশি করে দায়ী করছেন এই হারের জন্য। দ্বিতীয় ইনিংসে যে বেশ কয়েকটি ক্যাচ ছাড়া হয়ে গিয়েছে, সেটাও হারের অন্যতম কারণ বলে মনে করেন বিরাট। টিম লিডার হিসাবে নিজের কাঁধেও অনেকটা দায় নিয়েছেন। বিরাটের কথায়, ‘‘ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে সেই তাগিদটা দেখা যায়নি। যা সত্যি হতাশাজনক।’’

‘‘একটা সময় অস্ট্রেলিয়া ১১০ রানে সাত উইকেট হারিয়েছিল। আমরা ওই সময় টিম পেনের একটা ক্যাচ ছাড়ি। ওর পরে ওরা ৭০ রান যোগ করে। তার আগে মার্নাস লাবুশেনেরও গোটা দুয়েক ক্যাচ পড়েছে। টেস্ট ক্রিকেটে এই সব ক্যাচ ধরতেই হয়।’’ বিরাট কোহলি

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এক সময় ৮০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছিল। সেখান থেকে অস্ট্রেলিয়া ২০০-র কাছাকাছি রান তুলে দেয়। এ প্রসঙ্গে বিরাট বলেন, ‘‘একটা সময় অস্ট্রেলিয়া ১১০ রানে সাত উইকেট হারিয়েছিল। আমরা ওই সময় টিম পেনের একটা ক্যাচ ছাড়ি। ওর পরে ওরা ৭০ রান যোগ করে। তার আগে মার্নাস লাবুশেনেরও গোটা দুয়েক ক্যাচ পড়েছে। টেস্ট ক্রিকেটে এই সব ক্যাচ ধরতেই হয়।’’

‘‘ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে সেই তাগিদটা দেখা যায়নি। যা সত্যি হতাশাজনক।’’ বিরাট কোহলি


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)