ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম টি২০: শেষ বলে হার ভারতের

বিরাট কোহলি

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম টি২০ হার দিয়ে শুরু হল হোম টিমের। নিউজিল্যান্ডে যেখানে শেষ করেছিল ভারতীয় টি২০ দল সেখান থেকেই কি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু করল ভারত? তা হলে ভারতীয় দলের জন্য বিষয়টি খুব একটা ভাল হল না। নাকি বিশ্বকাপের আগে টি২০কে নিয়ে মোটেও মাথা ঘামাতে চাইছে না ভারতীয় দল? বিরাট কোহলি তো ম্যাচের আগের দিন বলেই দিয়েছিলেন, টি২০ নয় তিনি আরও বেশি ওডিআই চেয়েছিলেন। কিন্তু যা আছে সামনে তাই কাজে লাগানোর কথাও বলেছিলেন ভারত অধিনায়ক।

রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি২০তে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। যেভাবে ব্যাটিংয়ের ভরাডুবি হয়েছিল সেভাবেই বোলিংও চূড়ান্ত ব্যর্থ। যে শেষ ওভারে রান আটকে জয় তুলে নেওয়া যেত সেটাই ডোবালেন উমেশ যাদব। সব মিলে ভারতীয় ক্রিকেটেক চূড়ান্ত ব্যর্থতাতেই এই হার। যার ফলে শেষ বলে তিন উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে অভিষেক হয়ে গেল মায়াঙ্ক মারকান্দের।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে প্যাভেলিয়নে ফিরে যান রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের মাঝেই নির্বাসিত করে দেশে ফিরিয়ে আনা লোকেশ রাহুল আবার ভারতীয় দলের জার্সি গায়ে নেমেছিলেন সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দেশের মাটিতে। ব্যাট হাতে যেন সমালোচকদেরই জবাব দিতে চাইলেন তিনি। একমাত্র তাঁর ব্যাট থেকেই এল ৫০ রানের ইনিংস। ৩৬ বলে তাঁর ৫০ রানের ইনিংস সাজানো ছিল ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে।

নিউজিল্যান্ড থেকে শেষ সিরিজ হেরে দেশে ফিরছে দুই ভারতীয় দল

তিন নম্বরে নেমে বিরাট কোহলি ১৭ বলে ২৪ রান করে ফিরলেন। ঋষভ পন্থের সামনে ছিল এটাই সুযোগ কিন্তু মাত্র তিন রান করেই রান আউট হয়ে গেলেন তিনি। শুধু কি পন্থ? দীনেশ কার্তিকের জন্যও হয়তো এটাই ছিল শেষ সুযোগ। তিনিও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। মাত্র এক রান করে আউট হয়ে গেলেন। কঠিন সময়ে অতীতে তিনি ম্যাচ উইনারের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। আর উল্টোদিকে যখন এমএস ধোনি তখন কাজটা আরও সহজ হয়ে যায়। কিন্তু তেমনটা তো হলই না বরং ধোনি ৩৭ রানে ২৯ রান করে অপরাজিত থাকলেন। এই পরিস্থিতিতে ধোনিকে এমনই ব্যাট করতে দেখা গিয়েছে। যা নিয়ে অতীতে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

ম্যাচ শুরুর আগে পুলওয়ামায় জঙ্গি হানায় শহীদ সিআরপিএফ সেনাদের জন্য মৌনতা দুই দলের। —টুইটার

এর পর ক্রুনাল পাণ্ড্যে ১, উমেশ যাদব ২ রান করে আউট হয়ে যান। ২০ ওভারে ১২৬/৭-এ শেষ হয় ভারতের ইনিংস। প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যে এই রান যথেষ্ট ছিল না তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। কিন্তু একটা সময় অস্ট্রেলিয়ার পর পর উইকেট পতনে কিছুটা সুবিধেজনক জায়গায় পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু তাঁর সুযোগ নিতে পারলেন না ভারতের বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে দু’রান নিয়ে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার রান আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে খেলায় ফেরায় গ্লেন ম্যাক্সওয়েল। ৪৩ বলে ৫৬ রান করে আউট হন তিনি। ওপেনার ডি আর্কি শর্ট ৩৭ বলে ৩৭ রান করেন।

ভারতের হয়ে তিন উইকেট নেন যশপ্রীত বুমরা। দীর্ঘ বিশ্রামের পর আবার ভারতীয় দলে ফিরেছেন তিনি। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও ক্রুনাল পাণ্ড্যে। অস্ট্রেলিয়ার সফলতম বোলার নাথান কুল্টার-নাইল। তিনি তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন জেসন বেহেনড্রফ, অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)