ওয়ান ডে সিরিজ হাতছাড়া ভারতের, টি২০-র বদলা ওয়ান ডে-তে নিল ইংল্যান্ড

ভারতের বোলিংকেআবার হার ভারতের

জাস্ট দুনিয়া ডেস্ক: ওয়ান ডে সিরিজ হাতছাড়া ভারতের । শুরুটা ভাল না হলেও নির্ধারিত ওভার শেষে ভাল জায়গায় শেষ করেছিল ভারত। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বিরাট অ্যান্ড কম্পানী। যা তাড়া করা সহজ ছিল না। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে ছন্দ ফিরে পাওয়া ইংল্যান্ড তা ধরে রাখল সিরিজ জিতেই। আট উইকেটে ভারতকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৬০ রান তুলে নিল ব্রিটিশরা।

মঙ্গলবারের ম্যাচ ছিল এক কথায় ফাইনাল ম্যাচ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জেতে ইংল্যান্ড। সিরিজ চলে আসে সমানে সমানে। যে কারণে তৃতীয় ও শেষ ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। সিরিজ জিততে হলে জিততেই হবে এই ম্যাচ। এই লক্ষ্যেই নেমেছিল দুই দল। ইংল্যান্ডের সামনে ছিল টি২০ সিরিজ হারের বদলা নেওয়ার পালা। ভারত চাইছিল সিরিজ জয়ের ধারা ধরে রাখতে।

এই অবস্থায় টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুটা মোটেও ভাল হয়নি। ওপেন করতে নেমে ১৮ বল খেলে মাত্র ২ রান করে প্যাভেলিয়নে ফিরে যান রোহিত শর্মা। আর এক ওপেনার শিখর ধবন পর পর দুই ম্যাচে চূড়ান্ত ফ্লপ হওয়ার পর শেষ ম্যাচে কিছুটা ভরসা দিলেন। রান আউট হওয়ার আগে ৪৯ বলে ৪৪ রানের ইনিংস খেললেন তিনি। রোহিত শর্মা ফিরতেই তিন নম্বরে নেমেছিলেন অধিনায়ক কোহলি। তিনিই শেষ পর্যন্ত হাল ধরেন ভারতীয় ইনিংসের। ৭২ বলে তাঁর ৭১ রানের ইনিংস সাজানো ছিল ৮টি বাউন্ডারিতে।

সোনার বল পর্যন্ত পৌঁঁছনোর কাহিনী জানতে ক্লিক করুন

বিরাট ছাড়া আর কেউই বড় রানে পৌঁছতে পারেননি। দীনেশ কার্তিক ২২ বলে ২১, এমএস ধোনি ৬৬ বলে ৪২, আবারও একটি মন্থর ইনিংস এল ধোনির ব্যাট থেকে।  সুরেশ রায়না  ৪ বলে ১ রান, হার্দিক পাণ্ড্যে ২১ বলে ২১ রান ও ভুবনেশ্বর কুমার ৩৫ বলে ২১ রান করে ফেরেন প্যাভেলিয়নে। ১৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন এই ম্যাচে সুযোগ পাওয়া শার্দুল ঠাকুর। যার ফলে ভারতের রান পৌঁছে যায় ভাল জায়গায়।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ। একটি উইকেট নেন মার্ক উড। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ভিন্সের ২৭ বলে ২৭ রান ও বেয়ারস্টোর ১৩ বলে ৩০ রান বড় রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড ব্যাটিংকে ভরসা দিতে পারেনি। কিন্তু দুই ওপেনার ফিরতেই বিধ্বংসী হয়ে ওঠেন তিন ও চার নম্বরে ব্যাট করতে নামা জো রুট আর ইয়ন মর্গ্যান। ১২০ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলএন জো রুট। ১০টি বাউন্ডারিও হাঁকান তিনি। উল্টোদিকে ১০৮ বলে অপরাজিত ৮৮ রান করে মর্গ্যান। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। ৪৪.৩ ওভারেই ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দেন এই দুই ব্যাটসম্যান। ভারতের হয়ে একটি উইকেট নেন শার্দূল ঠাকুর।