দ্বিতীয় টেস্টেও হার ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে পড়লেন বিরাটরা

দ্বিতীয় টেস্টেও হার ভারতের

জাস্ট দুনিয়া ডেস্ক:  দ্বিতীয় টেস্টেও হার ভারতের । প্রথম টেস্ট শেষ হয়েছিল চার দিনে। দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল তিন দিনেই। আর ইংল্যান্ডের কাছে কার্যত উড়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট তাও কিছুটা লড়াই দিতে দেখা গিয়েছিল ভারতকে। দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণ করল ভারত। প্রতিরোধ গড়ে তোলার ধারে কাছে পৌঁছতে পারল না ভারতের ব্যাটিং। ভারতকে হারাতে দু’ইনিংসও ব্যাট করতে হল না ইংল্যান্ডকে।

লর্ডসে দ্বিতীয় টেস্ট প্রথম দিন বৃষ্টির জন্য শুরু করাই যায়নি। পর দিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। এমনিতেই ম্যাচ চার দিনের হয়ে গিয়েছিল। হাতে সময় কম ছিল। সিরিজে টিকে থাকতে এই ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০৭ রানেই শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং। সর্বোচ্চ ব্যাক্তিগত রান রবিচন্দ্রন অশ্বিনের ২৯। যা স্পষ্ট করে দিচ্ছে ভারতীয় ব্যাটিংয়ের হতশ্রী চেহারাটা। প্রথম টেস্টের দুই ইনিংসে তাও বিরাট কোহলির ব্যাট কথা বলেছিল। লর্ডসে সেটাও হল না। অ্যান্ডারসন একাই নিলেন ৫ উইকেট।

ভারতের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৯৬/৭এ ইনিংস ঘোষণা করে দেয়। শুরুটা ব্যাট হাতে যে খুব ভাল হয়েছিল ইংল্যান্ডের তেমন নয়। দুই ওপেনার জেনিংস ১১ ও জো রুট ১৯ রানে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে পোপ ফেরেন ২৮ রানে। এর পর ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন বেয়ারস্টো।জোস বাটলার ২৪ রান করে আউট হলে বেয়ারস্টোর সঙ্গে ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যান ওকস। বেয়ারস্টো আউট হন ৯৩ রানে।

লর্ডসে বিরাটদের মেনু নিয়েও সমালোচনার মুখে ভারতীয় দল

আলো কমের জন্য তৃতীয় দিনের খেলা আগেই বন্ধ করে দেওয়া হয়। চতুর্থ দিন কুরানকে সঙ্গে নিয়ে বড় রানে পৌঁছে যান ওকস। ১৩৭ রান করে অপরাজিত থাকেন ওকস। কুরান ফেরেন ৪০ রানে। কুরান ফিরতেই ইনিংস ঘোষণা করে দেওয়া হয়। ভারতের হয়ে ইশান্ত শর্মা ও হার্দিক পাণ্ড্যে তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং শেষ হয়ে যায় ১৩০ রানেই।

ভারতের দুই ওপেনার মুরলী বিজয় কোনও রান না করেই আউট হয়ে যান। লোকেশ রাহুল ১০, চেতেশ্বর পূজারা ১৭, অজিঙ্ক রাহানে ১৩, বিরাট কোহলি ১৭, হাদিক পাণ্ড্যে ২৬, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব ও মহম্মদ শামি রানের খাতাই খুলতে পারেননি, ইশান্ত শর্মা ২ রান করে আউট হন। আবার  প্রথম ইনিংসের মতো ব্যাক্তিগত সর্বোচ্চ রান আসে অশ্বিনের ব্যাট থেকে। ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে চারটি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ব্রড। জোড়া উইকেট ওকসের। ম্যাচের সেরাও হয়েছেন ক্রিস ওকস। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটো হেরে সিরিজে ২-০তে পিছিয়ে পড়ল ভারত।