ঘটনাবহুল ভারতীয় ক্রিকেটের বুধবার

প্রথম টেস্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: ঘটনাবহুল ভারতীয় ক্রিকেটের বুধবার । মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে ভারতকে। তার পর দিনই যে এতটা ঘটনাবহুল হয়ে উঠবে তা কে ভেবেছিল। কিন্তু টেস্ট দল নির্বাচন, ভুবনেশ্বর কুমারের না থাকা থেকে শুরু করে বিরাট কোহালি কেরিয়ারে সেরা র‌্যাঙ্কিং পয়েন্ট, সবই যেন অপেক্ষায় ছিল আজকের দিনের। সারা দিনই প্রায় চর্চায় থাকল ভারতীয় ক্রিকেট।

বুধবার দুপুরেই আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। সেই দলে নতুন মুখ যেমন ঝষভ পন্থ। তেমনই বিতর্ক ভুলে দলে জায়গা করে নিলেন মহম্মদ শামি। টেস্ট দলে এলেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টের দলে রয়েছেন, বিরাট কোহালি (অধিনায়ক), শিখর ধওয়ন, লোকেশ রাহুল, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্য, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, যশপ্রীত বুমরা। শার্দূল ঠাকুর।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার ভারতের

এই পর্যন্ত সব ঠিক ছিল। গোল বাধল বিসিসিআই-এর প্রেস রিলিজের লেখা নিয়ে। সেখানে  লেখা রয়েছে, শারীরিক কারণে ভুবনেশ্বর কুমারকে বিসিসিআই-এর মেডিক্যাল দলের নজরদারীতে রাখা হয়েছে। তাঁকে খুব দ্রুত টেস্ট দলে দেখা যাবে। যদিও প্রথম দুটো ওয়ান ডেতে পিঠের চোটের জন্য খেলতে না পারলেও শেষ ওয়ান ডেতে খেলেছেন তিনি। তা হলে কী করে চোট হল ভুবনেশ্বরের। বিসিসিআই কর্তারাই আঙুল তুলছেন স্বয়ং কোচ রবি শাস্ত্রী, ফিজিও ও ট্রেনারের দিকে। চোট অবস্থায় খেলিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্টের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারকে কেন নষ্ট করা হল, সেটাই প্রশ্ন উঠছে।

এর বিতর্কের মধ্যেই ভাল খবর দিলেন স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওয়ান ডে র‌্য়াঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখার পাশাপাশি কেরিয়ারের সেরা পয়েন্ট ৯১১তে পৌঁছে গেলেন তিনি। কুলদীপ যাদব ঢুকে পড়লেন বোলার র‌্যাঙ্কিংয়ের সেরা দশে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ভারত হারলেও বিরাট কোহালি ব্যাট হাতে ভরসা দিয়েছেন। তিন ম্যাচে তাঁর রান ৭৫, ৪৫ ও ৭১। এই সিরিজ থেকে মাত্র দু’পয়েন্টই পেয়েছেন বিরাট। কিন্তু সেটাই তাঁকে নিয়ে গিয়েছে কেরিয়ারের সর্বোচ্চ পয়েন্টে। অন্যদিকে এই পুরো সিরিজে মোট ৯ উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিলেন কুলদীপও।