পাকিস্তান, আফগানিস্তান দু’‌দলকেই অভিনন্দন ইমরান খানের

Imran Khan

জাস্ট দুনিয়া ডেস্ক: পাকিস্তানের একের পর এক উইকেট পড়ছিল যখন, ক্রমশই কপালে চিন্তার রেখা ফুটে উঠছিল ইমরান খানের। আফগানিস্তানের বিরুদ্ধে ২২৮ রানও তাড়া করতে পারছে না দল?‌ প্রশ্নটা একদিকে বাড়াচ্ছিল চিন্তা, অন্যদিকে রাগ। শেষমেশ জয় ছিনিয়ে নিতে হাঁফ ছেড়ে বেঁচেছেন পাক সমর্থকরা। স্বস্তির শ্বাস নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদও।

ইমরান খান টুইট করে দলকে অভিনন্দন জানিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন আফগানিস্তানেরও। লিখেছেন, ‘‌চাপের মুখেও স্নায়ুর ওপর যে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে পাকিস্তানের প্লেয়াররা, তার জন্য আন্তরিক অভিনন্দন। তবে অভিনন্দন জানাব আফগানিস্তানকেও। পাকিস্তানের বিরুদ্ধে শনিবার এবং তার আগে ভারতের বিরুদ্ধে ওরা যে দৃঢ়তা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’‌

দেশের প্রধানমন্ত্রী এবং ১৯৯২–এ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান যখন এভাবে অভিনন্দন জানিয়েছেন, তখন সরফরাজ কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে। এমনিতেই তিনি সমালোচিত। আফগানিস্তানের কাছে হারলে দেশের মানুষ যে আরও বেশি ক্ষিপ্ত হতেন, বিলক্ষণ জানেন।

তাই তো ম্যাচ জেতার পর সরফরাজ বলেছেন, ‘‌এই জয়টা সত্যিই বিশেষ। পিচটা সহজ ছিল না মোটেই। তবে কৃতিত্ব ইমাদ ওয়াসিমের। যেভাবে ব্যাট করেছে, ভয়ঙ্কর চাপ সামলেছে, তার জন্য ওকে সেলাম জানাতেই হবে। আমরা জানতাম, এই পিচে রান তাড়া করা সহজ হবে না। আফগানিস্তানের বোলাররা পরিস্থিতির সুযোগ নিয়েছে দারুণভাবে।’‌

সরফরাজ পরে আরও যোগ করেন, ‘‌বাবর আর ইমাদ খুবই ভাল খেলেছে। মিডল ওভারে আমাদের একটা বড় রানের জুটি দরকার ছিল। কিন্তু সেটা তখন না পারলেও শেষের দিকে আমরা করতে পেরেছি। বিশ্বকাপের কোনও ম্যাচই সহজ নয়। তাই আমরা এক–‌একটা ম্যাচ ধরে এগোতে চাই। গোটা দল লড়েছে বলেই আমরা এই ম্যাচটা জিততে পেরেছি।’‌

বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদিরও প্রশংসা করেছেন পাক অধিনায়ক। সরফরাজের মতে, ‘‌দিন দিন শাহিন উন্নতি করছে। ও প্রচুর পরিশ্রম করে। সেটা বোঝা যাচ্ছে। দলের বাকি বোলাররাও ভাল বল করেছে। সবাই এই মুহূর্তে ছন্দে আছে। নিঃসন্দেহে আশার কথা পাকিস্তানের জন্য।’‌ ‌‌