আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং: ব্যাটিং শীর্ষে স্টিভ স্মিথকে পিছনে ফেললেন কেন উইলিয়ামসন

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং

জাস্ট দুনিয়া ডেস্ক: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং-এ বাজিমাত করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গেই ব্যক্তিগত শীর্ষস্থানটাও ছিনিয়ে নিলেন কেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই ইনিংসে তাঁর রান ৪৯ ও ৫২। দুই ইনিংসেই অপরাজিত থাকেন তিনি। যার ফল স্টিভ স্মিথকে ১০ পয়েন্ট পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গেলেন কেন উইলিয়ামসন। স্মিথের পয়েন্ট ৮৯১। কেন পেড়িয়ে গেলেন ৯০০-র গণ্ডি। দু’সপ্তাহ আগে স্মিথের সঙ্গে লড়াইয়ে শীর্ষ স্থান হারিয়েছিলেন কেন। কিন্তু আবার তা ফিরে পেলেন। কেন উইলিয়ামসন প্রথম শীর্ষে পৌঁছেছিলেন ২০১৫-র নভেম্বরে।

নিউজিল্যান্ডের রয় টেলরের সঙ্গে অপরাজিত ৯৬ রানের পার্টনারশিপ করেছিলেন কেন। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রস টেলর। ৩ ধাপ উঠে ১৪ নম্বরে জায়গা করে নিলেন তিনি। দেভন কনওয়ে উঠলেন ১৮ ধাপ। থামলেন ৪২-এ। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারত অধিনায়ক বিরাট কোহলি চতুর্থ স্থানেই থেকে গেলেন। তাঁর পয়েন্ট ৮১২। রোহিত শর্মা থেকে গেলেন ষষ্ঠ স্থানেই। ঋষভ পন্থ একধাপ নেমে থাকলেন সাত নম্বরে।

নিউজিল্যান্ডের বোলাররাও আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং-এ উপরে উঠে এলেন। ম্যাচের সেরা প্লেয়ার কেইল জ্যামিসন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ৩০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। এর সুবাদে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং ১৩-তে পৌঁছে গেলেন তিনি। প্যাট কামিন্স বোলিংয়ের শীর্ষ স্থান ধরে রাখলেন। দ্বিতীয় স্থানে থাকলেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় নিউজিল্যান্ডের টিম সাউদি।

গত সপ্তাহেই অল-রাউন্ডার আইসিসি টেস্ট অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে পৌঁছেছিলেন ভারতের রবীন্দ্র জাডেজা। তিনি তাঁর জায়গা হারালেন। শীর্ষে উঠে এলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের বেন স্টোকস। জাডেজা নেমে গেলেন তিন নম্বরে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)