মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বজাজ আগাম শুভেচ্ছা জানিয়েছেন চেন্নাইকে

মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বজাজইস্টবেঙ্গল বন‌াম মিনার্ভা ম্যাচের একটি মুহূর্ত। ছবি: আই লিগ ফেসবুক

জাস্ট দুনিয়া ব্যুরো: মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বজাজ নাকি আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেন্নাই সিটিকে আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুঁষো। আর যার পর থেকে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ চেন্নাইয়ের শেষ ম্যাচ এই মিনার্ভার বিরুদ্ধেই। তা হলে কি ম্যাচটা ছেড়ে দেওয়ার কোনও ঘটনা ঘটতে পারে? ইস্টবেঙ্গ‌ল এত কাছে পৌঁছেও আই লিগ পাবে না তা হলে?

রবিবার এই মিনার্ভা পঞ্জাবকে ০-১ গোলে হারিয়েই শেষ ম্যাচ পর্যন্ত আই লিগের আশা জিইয়ে রেখেছে কলকাতার দল। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে খেলতে হবে কোঝিকোড়ে গোকুলাম কেরলের বিরুদ্ধে। আর একই দিনে একই সময়ে চেন্নাই সিটি খেলবে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে। যাতে এক অপরের ফল প্রভাবিত না করে তার জন্য আই লিগের নির্ণায়ক ম্যাচ দুটো এক সঙ্গেই রেখে থাকে ফেডারেশন। যেহেতু এখন আই লিগের দাবিদার এই দুই ক্লাবই।

আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে আই লিগের লড়াই থেকে ছিটকে গিয়েছে রিয়েল কাশ্মীর। এই মুহূর্তে সমান সংখ্যক ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট ৪০ আর ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩৯। এই অবস্থায় শেষ ম্যাচে যদি চেন্নাই হেরে যায় তা হলে ইস্টবেঙ্গল ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। অন্যথা জিততেই হবে ইস্টবেঙ্গলকে। চেন্নাই ড্র করলে হবে ৪১ পয়েন্ট। ইস্টবেঙ্গলকে সেখানে ড্র করলে হবে না। কারন এই মুহূর্তে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড।

আইজলের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, কাশ্মীর ম্যাচ হবে দিল্লিতে

কিন্তু চেন্নাই সিটি যদি জিতে যায় তা হলে ইস্টবেঙ্গল জিতলেও কিছু করার থাকবে না। রানার্স হয়েই থাকতে হবে। অতীতে একাধিকবার চ্যাম্পিয়নশিপের কাছে গিয়ে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গলকে। মর্গ্যানের ইস্টবেঙ্গলও এই পরিস্থিতি দেখেছে। কিন্তু এতটা কাছে একদম শেষ ম্যাচ পর্যন্ত যেতে পারেনি কখনও। এঅ সুযোগ কাজে না লাগাতে পারলে হতাশায় ডুবে যাবেন সমর্থকরা। যদিও সবটা আর ইস্টবেঙ্গলের হাতে নেই। নিজেরাই তার জন্য দায়ী।

ঘরের মাঠে যে ভাবে আইজল এফসির কাছে আটকে গেল আলেজান্দ্রো মেনেন্দেজের দল তাতে আশাই হারিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু একইভাবে চেন্নাইও আটকে যাওয়ায় আর পর দুটো অ্যাওয়ে ম্যাচ জিতে আবার চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে দল। এখান থেকে না চ্যাম্পিয়ন হতে পারলেও ইস্টবেঙ্গলের শেষ পর্যন্ত লড়াইকে তো কূর্নিশ করাই যেতে পারে।

রবিবার মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে ৭৫ মিনিট পর্যন্ত আটকে থাকে ইস্টবেঙ্গল। এ দিন না জিততে পারলে এখানেই শেষ হয়ে যেত সব আশা। কিন্তু শেষ পর্যন্ত গোল করে ইস্টবেঙ্গলকে আবার বাঁচিয়ে তোলেন এনরিক এসকুয়েদা। তাঁর গোলেই ১-০তে জিতে গোকুলাম অভিযানে রওনা দেবে দল। জবি জাস্টিনের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা এই পরিস্থিতিতে। দলের সফলতম প্লেয়ারকে প্রতিপক্ষের প্লেয়ারের উদ্দেশে থুতু ছেঁটানোর দায়ে নির্বাসিত করা হয়েছে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)