ওয়াদেকরের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট

ওয়াদেকরের মৃত্যুতে শোকস্তব্ধ

জাস্ট দুনিয়া ডেস্ক: ওয়াদেকরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। বুধবার রাতে হঠাৎই খবর এল তিনি নেই। ৭৭ বছর বয়সে দক্ষিণ মুম্বইয়ের যশলোক হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকর। তাঁর হাত ধরেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে ভারত প্রথম বিদেশের মাটিতে জয় তুলে এনেছিলেন তিনিই।

যদিও খেলেছেন মাত্র ৩৭টি টেস্ট তবুও তিনি বিখ্যাত ছিলেন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে। তাঁর মৃত্যুর খবর আসার পর থেকেই বিভিন্ন ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শোক বার্তা। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে অনিল কুম্বলে, রবি শাস্ত্রী থেকে বিষেন বেদী সকলেই।

টুইটে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। নরেন্দ্র মোদী লেখেন, ‘‘ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য অজিত ওয়াদেকরকে মনে রাখা হবে। গ্রেট ব্যাটসম্যান, দারুণ অধিনায়ক। তার নেতৃত্বেই বড় জয়ের স্মৃতি তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে।’’

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সঙ্কটজনক 

রামনাথল কোবিন্দ লেখেন, ‘‘অজিত ওয়াদেকরের মৃত্যুর খবরে আমি শোকাহত। দেশের সেরাদের মধ্যে একজন বাঁ হাতি ব্যাটসম্যান। ১৯৭১-এ তিনিই বিদেশের মাটি থেকে জয় তুলে এনেছিলেন।’’

বিষেন বেদী লেখেন, ‘‘খুব খারাপ খবর অজিত ওয়াদেকর আর নেই। একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি টানা তিনটি সিরিজ জিতেছিলেন, দুটো অ্যাওয়ে ও এটি হোম সিরিজ।’’ ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রী বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের জন্য দুঃখের দিন। আমরা দেশের সেরা অধিনায়কদের মধ্যে একজনকে হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা।’’ সুরেশ রায়না লেখেন, ‘‘এই খবরে আমি খুব দুঃখিত। তার হাত ধরে ভারত অনেক সাফল্য পেয়েছে। আপনাকে সব সময় মিস করব।’’

সচিন তেন্ডুলকর লেখেন, ‘‘আমি মর্মাহত। ৯-এর দশকে আমাদের মধ্যে থেকে সেরাটা বের করে এনেছিলেন তিনি। তার প্রতি সব সময় কৃতজ্ঞ থাকব।’’ অজিত ওয়াদেকরই সচিনকে ওয়ান ডে ক্রিকেটে ওপেন করাতে নিয়ে এসেছিলেন। সেটা ১৯৯৪ এ নিউজিল্যান্ড ট্যুর। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সচিনকে। যে আজহারউদ্দিনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সচিন তাঁর কাছে তো ওয়াদেকর ‘ফাদার ফিগার’।

আজহার লেখেন, ‘‘তিনি একজন আইকনিক মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমি দুঃখিত। স্যার আমার জন্য ‘ফাদার ফিগার’ ছিলেন।’’ অনিল কুম্বলে লেখেন, ‘‘তিনি দলের জন্য কোচের থেকে অনেক বেশি কিছু ছিলেন। একজন ‘ফাদার ফিগার’ ছিলেন। আমার উপর ভরসা রাখার জন্য আপনাকে ধন্যবাদ স্যার।’’