ফুটবল বিশ্বকাপ দু’বছরে একবার, এমন ভাবনা-চিন্তাই করছে ফিফা

AIFF Suspension

জাস্ট দুনিয়া ডেস্ক: ফুটবল বিশ্বকাপ দুবছরে একবার হলে ফুটবলপ্রেমীদের কাছে এর থেকে বড় সুখবর আর কিছুই হতে পারে না। বিশ্বকাপ ফুটবল দেখার জন্য গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের অপেক্ষা করে বসে থাকতে হয় চার বছর। কিন্তু এবার হয়তো বদলাতে পারে নিয়ম। দু’বছর অন্তর হতে পারে ফিফা বিশ্বকাপ। এবং সেটা পুরুষ ও মহিলা দুই বিশ্বকাপের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। বার্ষিকসভায় এই প্রস্তাব ফিফাকে দেয় সৌদি আরবের ফুটবল ফেডারেশন। পরের বিশ্বকাপ হতে চলেছে আগামী বছর কাতারে। মহিলাদের টা ২০২৩-এ অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডে।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের আল-মিসেহাল বলেন, ‘‘আমাদের বিশ্বাস ফুটবলের ভবিষ্যৎ একটি কঠিন জায়গায় দাঁড়িয়ে। অনেক বিষয়ের সামনে পড়তে হচ্ছে ফুটবলকে তার সঙ্গে যুক্ত হয়েছে এই অতিমারি। বিশ্বখ্যাত এই খেলাকে নতুন করে কীভাবে সামনে আনা যায় সেটা নিয়ে ভাবতে হবে। প্রতিযোগিতা ও আয়ের দিক থেকে চারপ বছর অন্তর বিশ্বকাপ হওয়াটা কতটা সঠিক হবে? নাকি গতি বাড়াতে হবে, বদলাতে হবে পরিকাঠামো।’’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তাড়াহুড়ো না করতে চাইলেও প্রস্তাবকে একদমই উড়িয়ে দেননি। বরং তাঁর মনে ধরেছে এই প্রস্তাব। তিনি বলেছেন, ‘‘এই পুরো  বিষয়টি আমরা খতিয়ে দেখব খোলা মনে কিন্তু আমরা এমন কোনও সিদ্ধান্ত নেব না যা বর্তমানে যে ভাবে চলছে সেটা ঝুঁকির মুখে পড়ে যায়। আমরা বিশ্বকাপের গুরুত্বটা জানি, বিশ্বাস করুন।’’

তিনি আরও বলেন, ‘‘এই বিষয়টিকে নিয়ে আমরা অনেক উচ্চ পর্যায়ে আলোচনা করব, তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার। এটা কি হতে পারে সারা বছর ধরে যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলে যাবে দলগুলো যেখানে দর্শকরা উচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলা দেখতে চায়। এই সবগুলোই আলোচনার জায়গায় রয়েছে। তবে কমার্শিয়াল দিকের আগেওঔ আমরা গুরুত্ব দেব খেলাকে।’’

ইতিমধ্যেই ১৬৬টি জাতীয় ফেডারেশন এই প্রস্তাবকে সমর্থন করেছে। বিরুদ্ধে ভোট পড়েছে ২২টি দেশের।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)