ফিফা সেরা রবার্ট লেবানডস্কি, পিছনে ফেললেন রোনাল্ডো-মেসিকে

ফিফা সেরা রবার্ট লেবানডস্কি

জাস্ট দুনিয়া ডেস্ক: ফিফা সেরা রবার্ট লেবানডস্কি ছাপিয়ে গেলেন রোনাল্ডো-মেসিকে। যাঁকে এক কথায় ব্যাখ্যা করা হয় জন্মগত ফিনিশার হিসেবে। বায়ার্ন মিউনিখের গোল মেশিন। এই প্রথম তিনি ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। ২০২০ বিশ্ব ফুটবল লেখা রয়েছে তাঁর নামেই।

৩২ বছরের এই জার্মান তারকার ঝুলিতে রয়েছে চ্যাম্পিন্স লিগ, বুন্দেশলিগা, ডিএফবি কাপ, জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা (টানা তিনবার), ডিএফবি কাপ (টানা চারবার)সর্বোচ্চ স্কোরার। এর সঙ্গে রয়েছে জার্মানির সেরা ফুটবলার এবং উয়েফার সেরা ফুটবলারের তকমাও।

সেরা পুরুষ ফুটবলার: রবার্ট লেবানডস্কি

সেরা মহিলা ফুটবলার: লুসি ব্রোঞ্জ

সেরা পুরুষ কোচ: য়ুর্গেন ক্লপ

সেরা মহিলা কোচ: সারিনা উইগম্যান

সেরা পুরুষ গোলকিপার: ম্যানুয়েল ন্যুয়ার

সেরা মহিলা গোলকিপার: সারা বোহাদ্দি

পুসকাস পুরস্কার: সন হিউ-মিন

ফিফা ফ্যান পুরস্কার: মারিভালদো ফ্রান্সিসকো দা সিলভা

ফিফা ফেয়ার প্লে পুরস্কার: মাতিয়া এগনেস

ফিফার বর্ষসেরা পুরুষ দল: অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, সার্জিও র‍্যামোস, ভার্জিল ভ্যান জিক, আলফনসো ডেভিস, কেভিন দে ব্রুন, থিয়াগো আলকানতারা, জোশুয়া কিমিচ, লিওনেল মেসি, রবার্ট লেবানডস্কি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

ফিফার বর্ষসেরা মহিলা দল: ক্রিস্টিয়ান এডলার, লুসি ব্রোঞ্জ, ওয়েন্ডি রেনার্ড, মিলি ব্রাইট, ডেলফিন কাসক্যারিনো, বারবারা বোনানসে, ভেরোনিকা বোকেত, মেগান রাপিনো, পারনিল হার্ডার, ভিভিয়ান মিয়েডেমা, টবিন হিথ।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)