Euro 2020, Netherlands vs Czech Republic: বিদায় ডাচ ফুটবল

Euro 2020, Netherlands vs Czech Republic

জাস্ট দুনিয়া ডেস্ক: Euro 2020, Netherlands vs Czech Republic ম্যাচে বিদায়ের ঘণ্টা বেজে গেল ডাচ ফুটবলের। চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হেরে শেষ হয়ে গেল স্বপ্ন। নেদারল্যান্ডসের ভুলগুলোকে কাজে লাগিয়ে ম্যাচকে ক্রমশ দখলে নিয়ে নেয় চেক। সঙ্গে ডাচদের ১০ জনে হয়ে যাওয়া আরও খানিকটা পিছিয়ে দিয়েছিল তাদের। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাল প্রতিপক্ষ। দুটো গোলই হল ১০ জনের নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ইতিহাস বলছে ডাচরা চেক প্রজাতন্ত্রে বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে হারের মুখ দেখেছিল। ইতিহাস বজায় থাকল এবারও।

তবে এদিন শুরুটা ভালই করেছিল নেদারল্যান্ডস। কিন্তু ফিনিশিং লাইনে গিয়ে বার বার খেই হারাতে দেখা গেল ফরোয়ার্ড লাইনকে। গোলকিপারকে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হলেন মালেন। ৫২ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের মধ্যে সামনে শুধু তখন গোলকিপার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। ভাসলিক তাঁর পায়ে ঝাপিয়ে পতন বাঁচালেন।

প্রথমার্ধে অবশ্য একইভাবে নিশ্চিত গোলের সুযোগ পেয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। ৩৮ মিনিটে মাঝ মাঠে প্রতিপক্ষ বল পা ছাড়া করলে কাউন্টার আক্রমণে ওঠেন চেক। মসোপাস্টের স্প্রিন্টে বক্সের মধ্যে বল পেয়ে যায় বারাক। তাঁকেও টপকাতে হত শুধু স্তেকেলেনবার্গকে। কিন্তু সেই সময় ডে লিট অসাধারণ দক্ষতায় হালকা টাচে সেই বল ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে বক্সের বাইরে হ্যান্ডবল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এম ডে লিট। মাঠের রেফারি তাঁকে হলুদ কার্ডই দিয়েছিলেন কিন্তু এর পর ভারের সাহায্য নিয়ে লাল কার্ড হয় ডে লিটের।

চেক প্রজাতন্ত্র গোলের মুখ খোলে ৬৮ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল কালাস হেড করলেও তা বাইরে যাচ্ছিল। সেখানেই ছিলেন হোলস। চলতি বলেই তাঁর হেড প্রথম পোস্টের কোণা দিয়ে ঢুকে যায় গোলে। গোলকিপার জায়গায় ফিরতে ব্যর্থ। ১০ জনেই ম্যাচে ফেরার চেষ্টা করে নেদারল্যান্ডস কিন্তু তাতে সক্ষম হয়নি।

৮০ মিনিটে চেক প্রজাতন্ত্রে দ্বিতীয় গোল নেদারল্যান্ডসের সব আশায় জয় ঢেলে দেয়। টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে ফেললেন চিক। গোলের মধ্যে রয়েছেন তিনি। নিজের গোলের পর দ্বিতীয় গোলেও ভূমিকা রেখে গেলেন হোলস। তাঁর বাড়ানো পাস থেকেই গোল করে যান চিক। এখানেই সব খেলা শেষ হয়ে যায়। কোয়ার্টার ফাইনালের রাস্তা তৈরি হয়ে যায় চেকের।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)