ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টের পঞ্চম দিন: এক বলও গড়াল না মাঠে

ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টের পঞ্চম দিন

জাস্ট দুনিয়া ডেস্ক: ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টের পঞ্চম দিন খেলাই শুরু করা গেল না ট্রেন্ট ব্রিজে। ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টে গত চারদিন একাধিকবার বৃষ্টি সমস্যায় ফেলেছে। খেলা পুরো ওভার শেষ করা যায়নি। কিন্তু মাঠে এক বলও গড়ায়নি এমনটা হয়নি। এদিন ট্রেন্ট ব্রিজে মাঠেই নামার সুযোগ পেলেন না ক্রিকেটাররা। বৃষ্টির দাপটে সারাক্ষণই ঢেকে রাখতে হল পিচ। এমন নয় যে বৃষ্টির পূর্বাভাস ছিল না। বরং টারদিন ধরে যে খেলাটা চলবে সেই সম্ভাবনাও কম ছিল। কিন্তু প্রথম চারদিন সদয় হয়েছিল প্রকৃতি যা শেষ দিন হল না। ভারতের সামনে যে সুবর্ণ সুযোগ ছিল তা শেষ হয়ে চোখের সামনে। এর থেকে বেশি হতাশার আর কী হতে পারে ভারতের জন্য।

গত দু’মাস ধরে ইংল্যান্ডে পড়ে রয়েছে ভারতীয় টেস্ট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারে পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজকেই পাখির চোখ করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু একরাশ হতাশাই জুটল। কারণ এদিন‌ খেলা হলে ভারতের জয় শুধু ছিল সময়ের অপেক্ষা যদি না ইংল্যান্ড বড় কোনও মীরাক্কেল ঘটাত। কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের ক্ষত মিটল না। কারণ ম্যাচটাই শেষ করা গেল না। যার ফলে ম্যাচ ড্র ঘোষণা করা ছাড়া আর কিছুই করার ছিল না।

ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘‘আমরা আশা করেছিলাম তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টি হবে কিন্তু পঞ্চম দিনকেই আসার জন্য বেছে নিল যখন আমরা লক্ষ্যের খুব কাছে ছিলাম। আমাদের সুযোগ ছিল এবং প্রথম থেকেই লড়াই দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের মনে হচ্ছিল আমরা এই মুহূর্তে সেরা জায়গায় রয়েছি, কিন্তু এটা খারাপ আমরা দিনটা পুরো করতে পারলাম না। লোয়ার অর্ডার ব্যাটিংয়ের তিন সপ্তাহের হার্ড ওয়ার্ক ছিল। নিয়মিত নেটে অনুশীলন করেছে ওরা। ওদের দৌলতেই ৯৫ রানের লিড পেয়েছিলাম। ওরা অসাধারণ ব্যাট করেছে। এই এই সিরিজ উত্তেজক হতে চলেছে, যেমনটা ইংল্যান্ড-ইন্ডিয়া খেললে হয়।’’


ম্যাচের সেরা বেছে ন‌েওয়া হয়েছে ইং‌ল্যান্ড অধিনায়ক জো রুটকে। তিনি বলেন, ‘‘এটা একটা অসাধারণ টেস্ট ম্যাচ ছিল কিন্তু আবহাওয়া আমাদের থেকে শেষ দিনের উত্তেজনাটা কেড়ে নিল। আশা করি এই সপ্তাহ থেকে শিক্ষা নিয়ে সিরিজের আগামী দিনগুলোতে কাজে লাগাবো। এদিন আমাদের ছাপিয়ে আবহাওয়া জিতে গেল। তবে আমাদের দলে বেশ কিছু জায়গা রয়েছে যার উপর কাজ করতে হবে। আমরা অবশ্যই চাইব অনেক বেশি রান করতে টপ অর্ডার থেকে। টেস্ট ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জিং। আমাদের খেলা নিয়ে কাজ করে যেতে হবে।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)