কেন উইলিয়ামসনের চোট, ভারতের বিরুদ্ধে নামার আগে চিন্তা বাড়ল নিউজিল্যান্ডের

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং

জাস্ট দুনিয়া ডেস্ক: কেন উইলিয়ামসনের চোট, আর সে কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়কের। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামছে কিউইরা। তার আগে বুধবার টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হল, বাঁ হাতের কোনুইয়ে সমস্যার জন্য এই টেস্টে খেলা হচ্ছে না তাঁর। যদিও ব্ল্যাকক্যাপসা আত্মবিশ্বাসী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বমহিমায় ফিরবেন তিনি। ১৮ জুন থেকে শুরু এই ফাইনালে। ভারতের বিরুদ্ধে নামতে হবে তাদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন টম লাথাম। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড এক বার্তায় জানিয়েছেন, ‘‘কেনের জন্য এই টেস্ট ম্যাচ না খেলার সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। ব্যাট করার সময় কোনুইয়ে সমস্যা হচ্ছিল। ইনজেকশন নিতে হয়েছে সমস্যা মেটাতে। এখন একটু বিশ্রাম নিয়ে দ্রুত সমস্যা মিটবে।’’

স্টিড আরও বলেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমাদের মাথায় ছিল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাদাম্পটনে। আর আমরা নিশ্চিত ১৮ জুন থেকে ম্যাচ খেলার জন্য ও তৈরি থাকবে।’’ টম লাথামকে যেমন নেতৃত্ব দিতে দেখা যাবে। তেমনই কিউইদের হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে উইল ইয়ংকে।  ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের হয়ে এই মরসুমে তিনি দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। কেন উইলিয়ামসনের পরিবর্তে দলে জায়গা করে নিলেন তিনি।

টম লাথাম বলেন, ‘‘তাঁর মতো যোগ্য নেতা, এবং প্লেয়ার হিসেবে তাঁর ক্ষমতা, এই দুটো না থাকাটা হতাশার যে তাঁকে কোনুইয়ের চিকিৎসার জন্য বাইরে থাকতে হচ্ছে। অধিনায়ক হিসেবে ও দারুণ। ওর ব্যাক্তিত্ব, ঠান্ডা মাথা মাঠে সাহায্য করে, এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও খুব নিশ্চিন্ত থাকে। ওকে আমরা মিস করব।’’

ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট বলেন, ‘‘নিউজিল্যান্ডের জন্য উইলিয়ামসনের না থাকাটা বড় ধাক্কা। বিশ্বের এক নম্বর। ও সেই সব প্লেয়ারদের মধ্যে পড়ে যাদের সঙ্গে কাটানোর অনেকটা সময় এটা ভাবতেই কেটে যায় যে তাকে কীভাবে থামাবে এবং ওর থেকে মুক্তি পাবে। তবে নিউজিল্যান্ডের দল খুব ভাল। গত সপ্তাহে অভিষেক হওয়া জোড়া সেঞ্চুরির প্লেয়ারও রয়েছে।’’

নিউজিল্যান্ড এই ম্যাচে পাচ্ছে না স্পিনার মিচেল সাঁতনারকে। তিনি আগেই ছিটকে গিয়েছিলেন আঙুল কেটে যাওয়ায়। তবে দলে ফিরছেন বাঁ হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। লর্ড টেস্টে খেলা হয়নি তাঁর। আইপিএল থেকে মাঝ পথে ফিরে পরিবারের সঙ্গে কাটানোর সময় চেয়েছিলেন তিনি।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)