ফুটবলে হারের দিন ক্রিকেটে বড় জয় পেল ইংল্যান্ড

ফুটবলে হারের দিন ক্রিকেটে বড় জয়

জাস্ট দুনিয়া ডেস্ক: ফুটবলে হারের দিন ক্রিকেটে বড় জয়। ফুটবলে হেরে চতুর্থ হয়েই শেষ হল ইংল্যান্ডের বিশ্বকাপ সফর এ বারের মতো। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ এই ঘুরে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেল ব্রিটিশরা। আর ক্রিকেট ৮৬ রানে জয় তুলে নিল দেশের মাটিতে।

শনিবার ০-২ গোলে হারের ম্যাচে শুরুতে মুনিয়ের ও শেষে হ্যাজার্ডের গোলে ম্যাচ ফল ২-০। ইংল্যান্ড গোলের মুখ খুলতে পারল না। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যেই গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন থমাস মুনিয়ের। মাঝ মাঠ থেকে দে ব্রুয়েন, লুকাকু আর হ্যাজার্ড নিজেদের মধ্যে খেলে পাস করেছিলেন চাদলিকে। বাঁদিক থেকে চাদিলের মাপা নীচু হয়ে আসা ক্রসে মুনিয়েরের অসাধারণ ফিনিশ। এই গোলের ক্ষেত্রে ইংল্যান্ড রক্ষণেরও ভূমিকা থেকে যাবে।

শুরতেই গোল হজম করে প্রথম থেকেই রক্ষনাত্মর হয়ে গেল ইংল্যান্ড। যার ফল আর্লি গোলের সুযোগ নিয়ে সমতায় তোও ফিরতে পারলই না এমনকি গোলের মুখই খুলতে ব্যর্থ ব্রিটিশরা। একটা সময়ের পর ইংল্যান্ড কিছু সুযোগ তৈরি করলেও বেলজিয়ামের রক্ষণ ভাঙতে পারেনি।

ফিরে দেখা ৮৮ বছর আগের বিশ্বকাপের ইতিহাস

প্রথমার্ধ ১-০ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই এই ফল ধরে রাখে বেলজিয়াম। যেখান থেকে ভাল ফুটবল খেললে গোল তুলে আনতেই পারত ইংল্যান্ড। কিন্তু হল উল্টো। ৮২ মিনিটে দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের সামান্য আশায়ও জল ঢেলে দিলেন হ্যাজার্ড। পুরো ম্যাচে ফিরতে না পারা ইংল্যান্ডের এর পর আর ফেরার কোনও রাস্তা ছিল না। পারেওনি।

অন্যদিকে, বোলিংয়ের এতটাই বেহাল অবস্থা ছিল যে ইংল্যান্ড রানের পাহাড় তৈরি করে ফেলল। সেই লক্ষ্যে নেমে ফ্লপ ভারতের ব্যাটিং।

তৃতীয় বেলজিয়াম।

এ দিন লন্ডনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। জেসন রয়ের ৪০ ও বেয়ারস্টোর ৩৮ রানের সুবাদে ভিতটা তৈরি হয়ে গিয়েছিল। এর পর বাকি কাজটি করে দিলেন জো রুট ও এয়ন মর্গ্যান। ১১৬ বলে ১১৩ রানের ইনিংস খেললেন রুট। ৫১ বলে ৫৩ করলেএন মর্গ্যান। শেষ বেলায় ৩১ বলে ৫০ রান করে অপরাজিত থাকলেন উইলি। যার ফলে ইংল্যান্ডের রান পৌঁছে গেল ৭ উইকেটে ৩২২এ। ভারতের হয়ে তিন উইকেট নিলেন কুলদীপ যাদব। একটি করে উইকেট উমেশ যাদব, হার্দিক পাণ্ড্যে ও যুজবেন্দ্র চাহাল।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানে রোহিত শর্মা ও ৩৬ রা‌‌নে শিখর ধবন ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৪৫ রান ও সুরেশ রায়না ৪৬ রান করে কিছু ভরসা দিলেও বাকিরা তা ধরে রাখতে ব্যর্থ। লোকেশ রাহুল কোনও রান না করেই ফেরেন। ধোনির ব্যাট থেকে আসে ৩৭ রান। এ দিন চতুর্থ ভারতীয় হিসেবে ১০ হাজার রান করলেন তিনি। হার্দিক করেন ২১ রান। এর পর উমেশ ০, কল ১ ও চাহাল ২ রান করে আউট হন। ২৩৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন প্লাঙ্কেট। দু’টি করে উইকেট নেন উইলি ও রশিদ। একটি করে উইকেট উড ও মইন আলির। ম্যাচের সেরা হয়েছেন জো রুট। ইংল্যান্ডে তাই যুগ্ম অনুভূতি।