বিশ্বকাপ আর দক্ষিণ আফ্রিকা, হারার ভয় পেলে চলবে না‌ : ডুপ্লেসি

চোট পেয়ে হাসপাতালে ফাফ দু’প্লেসি

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপ আর দক্ষিণ আফ্রিকা ,  সম্পর্কটা অদ্ভুত। ভীষণ ভাল দল হয়েও কেন জানি বারবার চাপের সামনে ভেঙে পড়েন প্রোটিয়ারা। কী হয়?‌ কেন হয়?‌ সে সব ব্যাখ্যায় না ঢুকে অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলে দিলেন, ‘‌হারার ভয় বিশ্বকাপে পেলে চলবে না‌।’‌ একেবারে ঠিক কথাটাই বুঝেছেন। শুধু নিজে বোঝেননি, সতীর্থদেরও দারুণ এক পরামর্শ দিয়েছেন অধিনায়ক। ডুপ্লেসি বলেছেন, ‘‌আমরা এতদিন মনে করতাম, বিশ্বকাপ জিততে গেলে স্পেশ্যাল কিছু করতে হবে। মানে স্বাভাবিক সময়ে যতটা দিই, তার থেকে বেশি কিছু দিতে হবে। কিন্তু এই ভাবনাটা ঠিক নয়। এটাই একমাত্র সত্যিও নয়। ধারাবাহিকভাবে আমরা যা করছি, বিপক্ষকে হারানোর জন্য আমরা যা যা করি,সেটুকু করলেই চলবে। প্রাথমিক বিষয়গুলো ঠিক থাকা খুবই দরকার। ৫০ বলে সেঞ্চুরি কিংবা ২০ রানে ৭ উইকেট নিলেই, বিশ্বকাপ জেতা যায় না।’‌

একটু থেমে ডুপ্লেসি যোগ করেছেন, ‘‌আমি বিশ্বকাপে খেলেছি। কী অসম্ভব চাপ থাকে এবং কীভাবে সেটা সামলাতে হয়, জানি। এ কারণেই সতীর্থদের বলছি, খোলা মনে খেল। চাই না, হারার ভয় ওদের মনে জাঁকিয়ে বসুক। ইংল্যান্ডে আমাদের সাফল্য নির্ভর করছে, কীভাবে এই ভয় দূর করে নিজেদের মেলে ধরছি, তার ওপর। প্রত্যেক প্লেয়ারকে নিজের নিজের শক্তি, মনের জোর খুঁজে পেতে হবে।’‌

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও একজন অধিনায়কের দায়িত্ব থাকে। সেই দায়িত্ব খুব ভালই জানেন ডুপ্লেসি। বলেছেন, ‘‌কোচের মতোই আমার দায়িত্ব প্লেয়ারদের মানসিকভাবে চাঙ্গা রাখা। ইতিবাচকভাবে ভাবতে আমি ভালবাসি। শান্ত, স্থির থাকতেও জানি। এতে আমার নিজের খেলারও সুবিধে হয়। দলের বাকি প্লেয়ারদের আমি সেটা বোঝাতেও পারি। বর্তমানে বেঁচে থাকাটা খুব জরুরি। ধরা যাক, একটা ক্যাচ পড়ল। ওই মুহূর্তে কিছুই তো করার থাকে না। তাই ভেঙে পড়ে লাভ নেই। তার থেকে বরং মানসিকভাবে দৃঢ় থাকাটা জরুরি।’‌

হাসিম আমলা খুব একটা ছন্দে নেই। তা নিয়ে কি চিন্তিত?‌ ডুপ্লেসি বলেন, ‘‌ও অভিজ্ঞ। আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই ওকে দলে নেওয়াও হয়েছে। অভিজ্ঞতার আসলে কোনও বিকল্প হয় না। বড় আসরে কীভাবে খেলতে হয় সেটা ও খুব ভাল জানে। রান পাবে কী পাবে না, সেটা নিয়ে তো কারও ব্যাপারেই নিশ্চিতভাবে কিছু বলা যায় না। হাসিম খুবই শান্ত স্বভাবের প্লেয়ার। ও যদি ম্যাচ নাও খেলে, হয়ত মার্করামকে এমন পরামর্শ দেবে, যা আর কারও পক্ষে দেওয়া সম্ভব নয়।’‌

প্রথম একাদশ বাছাই নিয়ে কিছু ভেবেছেন?‌ ডুপ্লেসি বলেছেন, ‘‌সেটা তো প্রথম ম্যাচের আগে ঠিক করব। আগে দুটো প্রস্তুতি ম্যাচ আছে। দেখা যাক সেখানে কী হয়। এটুকু বলতে পারি, পারফরমেন্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’