Diamond Harbour Football Club উদ্বোধন ১লা বৈশাখেই

Diamond Harbour Football Club

জাস্ট দুনিয়া ব্যুরো: কিছুদিন আগেই হই হই করে এমপি কাপের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিচিতি পায় এই ক্লাব। তার পরই ফুটবল ক্লাব করার সিদ্ধান্ত নেন (Diamond Harbour Football Club)। যেমন ভাবা তেমন কাজ। কয়েকমাসের মধ্যেই তৈরি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHF)। আর ১লা বৈশাখেই উদ্বোধন হয়ে যাচ্ছে সেই ক্লাবের। তৈরি হয়েছে ক্লাবের টিজারও। ৩৫ সেকেন্ডের টিজারেই বাজিমাত করতে প্রস্তুত বাংলার নতুন ক্লাব। খুশি বাংলার ফুটবল মহল। নতুন ক্লাবের আগমনে বাংলার ফুটবলেরই উন্নতি দেখতে পাচ্ছেন তাঁরা।

কলকাতা ময়দানের রীতি ১লা বৈশাখে বার পুজো করে নতুন বছর শুরু করা। আর সেই নতুন বছরেই নতুন ক্লাবের জন্ম হতে চলেছে বাংলার ফুটবলে। খেলবে কলকাতা লিগের প্রথম ডিভিশনে। ইতিমধ্যেই আইএফএ-তে ক্লাবের নাম নথিভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। ক্লাবের সচিব করা হয়েছে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যকে। কোচ আর এক প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। হোম গ্রাউন্ড করা হয়েছে দক্ষিণ কলকাতার বাটা নগর মাঠকেই। সেখানেই বার পুজো করে শুরু হবে পথ চলা।

তার আগে দেখে নিন ক্লাবের টিজার—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)