কুলদীপ যাদব: ধোনি স্বাধীনতা দিয়েছে, কোহলি বাড়িয়েছে আত্মবিশ্বাস

কুলদীপ যাদবকুলদীপ যাদব

জাস্ট দুনিয়া ডেস্ক: বোলিং আক্রমণে ভারত শুধু বুমরা, সামি, ভুবনেশ্বরের দিকেই তাকিয়ে নেই, বিশ্বকাপের আসরে বিপক্ষকে ঘায়েল করতে ভরসা তাঁরাও। দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএলে ছন্দে ছিলেন না চায়নাম্যান বোলার। যদিও কুলদীপ আশাবাদী, তিনি ও চাহাল বিশ্বকাপে ভারতের মুখে হাসি ফোটাবেন। এক সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, ‘‌মাঠে আমরা পরস্পরকে বুঝি, পরস্পরের পাশে দাঁড়াই। মাঠের ভেতরে হোক বা বাইরে, আমাদের মধ্যে বাঁধুনিটা বেশ মজবুত। একদিনের ক্রিকেটে মিডল ওভার খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব, মিডল ওভারে যত বেশি সম্ভব উইকেট নিতে। চেষ্টা করব দলের জন্য বিপক্ষের রান আটকাতে। এই কাজটাই আমরা করি, লক্ষ্য থাকবে বিশ্বকাপেও তা অব্যাহত রাখার।’‌ উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে এই দুই রিস্ট স্পিনারের অবদান প্রচুর। ৪৪টি একদিনের ম্যাচে কুলদীপ নিয়েছেন ৮৭ উইকেট। অন্য দিকে ৪১টি একদিনের ম্যাচে চাহালের শিকার সংখ্যা ৭২।

কুলদীপ ও চাহালের এটাই প্রথম বিশ্বকাপ। খেতাব জেতার ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী কুলদীপ। তাঁর কথায়, ‘‌কোনও কোনও সময়ে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়েও গিয়েছি। যেভাবে আমরা খেলছি, তাতে নিশ্চিত, বিশ্বকাপে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারব।’‌ একটু থেমে কুলদীপের সংযোজন, ‘‌কোহলির নেতৃত্বে দল যেভাবে খেলছে, আমি নিশ্চিত, ইংল্যান্ডে আমরা খেতাব জিতবই।’‌ নিজের প্রস্তুতি নিয়ে কী বলছেন কুলদীপ?‌ ‘‌প্রচুর ক্রিকেট খেলেছি আমরা। আইপিএলে চেষ্টা করেছি, বিশ্বকাপের জন্য শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে। কঠোর পরিশ্রমের পাশাপাশি লক্ষ্য রেখেছি নিজের বৈচিত্র‌্যের ওপরেও। আমি উত্তেজিত। বিশ্বকাপে ভারতের হয়ে ভাল কিছু করতে চাই।’‌

মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে নিয়েও নানা কথা বলেছেন তরুণ তুর্কি। কুলদীপের মন্তব্য, ‘‌মাহি ভাই হল টিম ম্যান। যখনই কোনও সংশয় তৈরি হয়, চলে যাই ওর কাছে। প্রতিটা সমস্যার সমাধান ওর কাছে আছে। সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। বল করার সময় হয়তো ফিল্ডিং সাজাতে সমস্যা হচ্ছে। মাহি ভাইয়ের দিকে তাকালেই সঙ্গে সঙ্গে বুঝে যায় যে, আমি ওর সাহায্য চাইছি। শুধু আমি না, প্রতিটা বোলারকেই ও সাহায্য করে। ব্যাটসম্যানের শরীরীভাষা পড়তে পারে মাহি ভাই। তারপর আমাদের বলে, কোথায় বল রাখা উচিত। আর সেটা কাজেও লাগে।’‌ সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘‌কোহলি এবং ধোনি হল দলের মেরুদণ্ড। ধোনি আমাদের স্বাধীনতা দিয়েছে, কোহলি বাড়িয়েছে আত্মবিশ্বাস।’‌ ‌‌

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)