দশকের সেরা ক্রিকেট দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়া ও উইসডেনের

টিম অব দ্য ডিকেড

জাস্ট দুনিয়া ডেস্ক: দশকের সেরা ক্রিকেট দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়া ও উইসডেনের। আর দু’ক্ষেত্রেই ভারতীয়দের বাজিমাত। সবাইকে ছাপিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও উইসডেন টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকেই। অন্য দিকে দুই টেস্ট দলেই থাকলেন জসপ্রিত বুমরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার একদিনের দলের অধিনায়ক প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি। ধোনি থাকলেন উইসডেনের একদিনের দলেও। দুই দলেই রয়েছেন রোহিত শর্মাও।

 উইসডেন নির্বাচিত দশকের টেস্ট দল


অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

উইসডেন নির্বাচিত দশকের ওডিআই দল


রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জোস বাটলার (ইংল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকের সেরা ওডিআই দল


এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শাকিব আল হাসান, জোস বাটলার, রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকের সেরা টেস্ট দল


 বিরাট কোহলি (অধিনায়ক), অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), বেন স্টোকস, ডেল স্টেইন, স্টুয়ার্ট বিনি, নাথান লিয়ঁ, জেমস অ্যান্ডারসন।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)