ডেভিড ওয়ার্নার ‘বুল’ থেকে এখন ‘‌হাম–বুল’‌, এই নামেই ডাকছেন সতীর্থরা

ডেভিড ওয়ার্নার

জাস্ট দুনিয়া ডেস্ক: ডেভিড ওয়ার্নার ছিলেন ‘‌বুল’‌, হলেন ‘‌হাম–বুল’‌!‌ কেন?

সতীর্থদের দেওয়া নতুন ডাকনামের কথা জানালেন নিজেই, বাংলাদেশের বিরুদ্ধে ১৬৬ রানের দাপুটে ইনিংস খেলার পর। হঠাৎ এরকম অদ্ভুত নাম কেন?‌ ওয়ার্নার রহস্য ভেদ করেছেন।

মজা করেই বলেছেন, ‘‌হ্যাঁ, সতীর্থরা আমাকে এখন হাম–বুল (‌‌হাম্বেল থেকে)‌‌ বলে ডাকছে। কেন জানেন?‌ দু’‌বছর আমাকে ভাল ছেলে হয়ে থাকতে হয়েছে। আইসিসি চেয়েছে বলে। মাঠে নেমে কিছুই করতে পারিনি। আসলে জীবনের এই বাঁকেই এখন দাঁড়িয়ে আছি। কিছুই করার নেই। আমার আচরণ দেখে যে ওরা নাম দিয়েছে, এবার বুঝতে পারছেন তো?‌’‌

এতখানি বলার পর অবশ্য ওয়ার্নার জানিয়েছেন, বারো মাস নির্বাসিত থাকায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার চেষ্টা করছেন তিনি। বলেছেন, ‘‌বেশ তরতাজা লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের বিরতি একেবারেই পাওয়া যায় না। বড় জোর সপ্তাহ দুয়েক বিশ্রাম পাওয়া যায়। আমি গত এক বছরে নিজের ফিটনেসে জোর দিয়েছি। আর ক্রিকেট নিয়ে খুব কম ভেবেছি। কখনও কখনও মস্তিষ্ককেও বিশ্রাম দিতে হয়। সেটাই করেছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। তবে জানি, গত এক বছর অস্ট্রেলিয়া ক্রিকেটে ছিল অন্ধকার সময়। তাই এখন আমরা সবাই চেষ্টা করছি, জয়কে অভ্যেসে পরিণত করতে।’‌

এখানে শেষ নয়। ওয়ার্নার আরও যোগ করেন, ‘‌এই যে আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারছি, তাতে সত্যিই দেশের কাছে কৃতজ্ঞ। মাঠে নেমে সেরাটা দেওয়াই একমাত্র লক্ষ্য। চাই, লোকে আমার সম্পর্কে শুধু এটুকুই মনে রাখুক।’‌

অ্যাডাম গিলক্রিস্টকে ছুঁয়েছেন বৃহস্পতিবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরি সংখ্যায়। দু’‌জনেই ১৬টা করে সেঞ্চুরি করলেন। এই যে গিলক্রিস্টের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে কেমন লাগছে?‌ ওয়ার্নারের জবাব, ‘‌গিলক্রিস্টের সঙ্গে আমার নাম উচ্চারিত হচ্ছে। বিরাট ব্যাপার। তবে ও আমার থেকেও বেশি দাপুটে ছিল।’‌ ‌‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)