CWG 2022 Medal Tally: তিনটি সোনা নিয়ে ষষ্ঠ স্থানে ভারত

CWG 2022 Medal Tally

জাস্ট দুনিয়া ডেস্ক: CWG 2022 Medal Tally-তে পঞ্চম দিনে দাঁড়িয়ে ভারতের স্থান ষষ্ঠ। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে এসেছে তিনটি সোনা, তিনটি রুপো ও তিনটি ব্রোঞ্জ। মোট ৯টি পদক রয়েছে ভারতের কাছে। পদক তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তৃতীয় নিউজিল্যান্ড। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। একনজরে দেখে নিন কমনওয়েলথ গেমসের পঞ্চম দিন পদক তালিকায় কোথায় রয়েছে কোন দেশ।

অস্ট্রেলিয়া: ৩১টি সোনা, ২০টি রুরো, ২০টি ব্রোঞ্জ, মোট ৭১টি পদক

ইংল্যান্ড: ২১টি সোনা, ২২টি রুপো, ১১টি ব্রোঞ্জ, মোট ৫৪টি পদক

নিউজিল্যান্ড: ১৩টি সোনা, ৭টি রুপো, ৪টি ব্রোঞ্জ, মোট ২৪টি পদক

কানাডা: ৬টি সোনা, ১১টি রুপো, ১৬টি ব্রোঞ্জ, মোট ৩৩টি পদক

দক্ষিণ আফ্রিকা: ৫টি সোনা, ৩টি রুপো, ৪টি ব্রোঞ্জ, মোট ১২টি পদক

ভারত: ৩টি সোনা, ৩টি রুপো, ৩টি ব্রোঞ্জ, মোট ৯টি পদক

স্কটল্যান্ড: ২টি সোনা, ৮টি রুপো, ১৩টি ব্রোঞ্জ, মোট ২৩টি পদক

মালয়েশিয়া: ২টি সোনা, ২টি রুপো, ২টি ব্রোঞ্জ, মোট ৬টি পদক

নাইজেরিয়া: ২টি সোনা, ২টি ব্রোঞ্জ, মোট ৪টি পদক

ওয়েলস: ১টি সোনা, ২টি রুপো, ৭টি ব্রোঞ্জ, মোট ১০টি পদক

সিঙ্গাপুর: ১টি সোনা, ২টি রুপো, মোট ৩টি পদক

সাইপ্রাস: ১টি সোনা, ১টি রুপো, ২টি ব্রোঞ্জ, মোট ৪টি পদক

ত্রিনিদাদ ও টোবাগো: ১টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ, মোট ৩টি পদক

বারমুডা: ১টি সোনা, মোট ১টি পদক

উগান্ডা: ১টি সোনা, মোট ১টি পদক

উত্তর আয়ারল্যান্ড: ২টি রুপো, ৩টি ব্রোঞ্জ, মোট ৫টি পদক

ফিজি: ২টি রুপো, মোট ২টি পদক

কেনিয়া: ১টি রুপো, ১টি ব্রোঞ্জ, মোট ২টি পদক

মরিশাস: ১টি রুপো, ১টি ব্রোঞ্জ, মোট ২টি পদক

গার্নসি: ১টি রুপো, মোট ১টি পদক

পাপুয়া নিউ গিনি: ১টি রুপো, মোট ১টি পদক

সামোয়া: ১টি রুপো, মোট ১টি পদক

তানজানিয়া: ১টি রুপো, মোট ১টি পদক

মাল্টা: ১টি ব্রোঞ্জ, মোট ১টি পদক

নামিবিয়া: ১টি ব্রোঞ্জ, মোট ১টি পদক

শ্রীলঙ্কা: ১টি ব্রোঞ্জ, মোট ১টি পদক

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle