CWG 2022 6th Day: হকিতে ভারতের সামনে জোড়া পরীক্ষা

CWG 2022 6th Day

জাস্ট দুনিয়া ডেস্ক: আজ মহিলা ক্রিকেটে ভারতের সামনে পরবর্তী পর্বে পৌঁছনোর লড়াই। অন্য দিকে ভারতের মহিলা ও পুরুষ — দুই হকি দলই এদিন নামবে ভাগ্য পরীক্ষায়। এর সঙ্গে রয়েছে আরও একগুচ্ছ ইভেচ্ছে। পঞ্চম দিনের একাধিক সাফল্যের পর ষষ্ঠ দিনও (CWG 2022 6th Day) গোটা দেশ তাকিয়ে প্রতিযোগীদের দিকে। জেনে নেওয়া যাক আজ কী কী ইভেন্টে নামছে ভারত।

লন বোল (দুপুর ১টা): পুরুষদের একক (মৃদুল বোরগোহাইন বনাম ক্রিস লক), মহিলাদের জোড়া (ভারত বনাম নিউ, দুপুর ১টা), পুরুষদের একক (মৃদুল বোরগোহাইন বনাম ইয়ান ম্যাকলিন, বিকেল ৪টে), মহিলাদের জোড়া (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, বিকেল ৪টে), পুরুষদের চার (ভারত বনাম কুক দ্বীপপুঞ্জ, রাত ৭.৩০), মহিলাদের ট্রিপল (ভারত বনাম নিউ, রাত ৭.৩০), পুরুষদের চার (ভারত বনাম ইংল্যান্ড,  রাত ১০.৩০)

কুস্তি (দুপুর ২টো)- পুরুষদের ১০৯ কেজি (লভপ্রীত সিং), মহিলাদের ৮৭+ কেজি (পূর্ণিমা পান্ডে, সন্ধে ৬.৩০), পুরুষদের ১০৯+ কেজি (গুরদীপ সিং, রাত ১১টা)

জুডো (দুপুপ ২.৩০) — মহিলাদের ৭৮ কেজি কোয়ার্টার ফাইনাল (তুলিকা মান বনাম TBD), পুরুষদের ১০০+ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ১৬ (দীপক দাসওয়াল বনাম এরিক জিন সেবাস্টিয়ান), নকআউট ম্যাচগুলি অনুসরণ করতে হবে

প্যারা টেবিল-টেনিস (দুপুর ৩.১০) — মহিলাদের একক ক্লাস ৩-৫ গ্রুপ ১ (ভাবিনা প্যাটেল), মহিলাদের একক ক্লাস ৩-৫ গ্রুপ ২ (সোনালবেন মনুভাই প্যাটেল, দুপুর ৩.১০), মহিলাদের একক ক্লাস ৬-১০ গ্রুপ ১ (বেবি সাহানা রবি, দুপুর ৩.১০), পুরুষদের একক ক্লাস ৩-৫ গ্রুপ ১ (রাজ অরবিন্দন আলাগার, বিকেল ৪.৫৫), মহিলাদের একক ক্লাস ৬-১০ গ্রুপ ১ (বেবি সাহানা রবি রাত ৯.৪০), মহিলাদের একক ক্লাস ৩-৫ গ্রুপ ৌ (ভাবিনা প্যাটেল, রাত ১০.১৫), মহিলাদের একক ক্লাস ৩-৫ গ্রুপ ২ (সোনালভেন মনুভাই প্যাটেল, রাত ১০।১৫), পুরুষদের একক শ্রেণী ৩-৫ গ্রুপ ১ (রাজ অরবিন্দন আলাগার, রাত ১২ টা)

হকি (দুপুর ৩.৩০)– মহিলাদের পুল এ (ভারত বনাম কানাডা), পুরুষদের পুল বি (ভারত বনাম কানাডা, সন্ধে ৬.৩০)

স্কোয়াশ (দুপুর ৩.৩০)-– মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২ (জোশানা/হরিন্দর বনাম শ্রীলঙ্কা), পুরুষদের একক পদক ম্যাচ (সৌরভ ঘোষাল যদি তিনি যোগ্যতা অর্জন করেন)

বক্সিং (বিকেল ৪.৪৫) — ৪৫-৪৮ কেজির বেশি কোয়ার্টার ফাইনাল (নিতু গঙ্গাস বনাম নিকোল ক্লাইড), ৫৪-৫৭ কেজির বেশি কোয়ার্টার ফাইনাল (হুসাম উদ্দিন মোহাম্মদ বনাম ট্রায়াগেইন মর্নিং এনডেভেলো, বিকেল ৫.৪৫), ৪৮-৫৭ কেজির বেশি বনাম হেলেন জোন্স, রাত ১১.১৫), ৬৪-৭০ কেজি-এর বেশি কোয়ার্টার ফাইনাল (লভলীনা বোরগোহেইন বনাম রোসি একেলস, রাত ১২.৪৫), ৭৫-৮০ কেজি-এর বেশি কোয়ার্টার ফাইনাল (আশীষ কুমার বনাম অ্যারন বোয়েন, রাত ২টো)

মহিলা ক্রিকেট (রাত ১০.৩০)– গ্রুপ এ ভারত বনাম বার্বাডোস

অ্যাথলেটিক্স (রাত ১১.৩০) — হাই জাম্প ফাইনাল (যদি তেজস্বিন শঙ্কর যোগ্যতা অর্জন করে), মহিলাদের শট পুট ফাইনাল (মনপ্রীত কৌর, রাত ১২.৩৫)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle