ক্রিকেটার অব দ্য ডিকেড: সাফল্যের শিখরে ভারত অধিনায়ক বিরাট কোহলি

Virat Kohli Rested

জাস্ট দুনিয়া ডেস্ক: ক্রিকেটার অব দ্য ডিকেড হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর সঙ্গে ওডিআই ক্রিকেটার অব দ্য ডিকেডও হলেন তিনি। এর আগে দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন বিরাট। তার সঙ্গে তাঁর মুকুটে জুড়ে গেল আরও দুটো পালক। এমন শিরোপা পেয়ে রীতিমতো আপ্লুত তিনি। তাঁর সাফল্যের খিদে, মাঠের মধ্যের লরাকু মনোভাব এই ভারতীয় ক্রিকেট দলকে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে। যেখানে শুধু অধিনায়কত্ব নয় ব্যাট হাতেও দেশকে সাফল্য এন দিয়েছেন তিনি।

আপাতত ক্রিকেট থেকে ছুটিতে রয়েছেন তিনি। আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরের মাঝ পথ থেকেই দেশে ফিরেছেন বিরাট। ওডিআই ও টি২০ সিরিজ পুরো খেললেও টেস্ট সিরিজের শুধু প্রথম ম্যাচই খেলতে পেরেছেন তিনি। আগে থেকেই পেটারনিটি লিভ চেয়ে রেখেছিলেন। বাবা হতে চলেছেন তিনি। সেই সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চান তিনি। তার মধ্যেই বিরাটকে ছাড়াও তৃতীয় টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে রাহানের নেতৃত্বাধীন ভারত।

একগুচ্ছ সেরার শিরোপা পেয়ে কী বললেন বিরাট কোহলি চলুন দেখে নেওয়া যাক


(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)