বাজ পড়ে মৃত কলকাতার ক্রিকেটার দেবব্রত পাল

বাজ পড়ে মৃতদেবব্রত পাল

জাস্ট দুনিয়া ব্যুরো: বাজ পড়ে মৃত দেবব্রত। তাঁরই প্রিয় খেলার মাঠ থেকে বেরিয়ে একটি বাজ কেড়ে নিল তাঁর জীবন।

প্রতিদিনের মতো নিজের কোচিং ক্যাম্পেই অনুশীলনের জন্য গিয়েছিলেন। কিন্তু প্রতিদিনের মতো আর বাড়ি ফেরা হল না। দেবব্রত ফিরলেন, তবে মানুষের কাঁধে চেপে। ২১ বছরের দেবব্রত আর নেই। বিদ্যুৎ ঝলকের মতোই বিদ্যুৎ কেড়ে নিয়েছে তার প্রাণ।

মনে পড়ে যাচ্ছে বহুদিন আগে উত্তর ২৪ পরগনায় জেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে এ ভাবেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন এক প্রতিভভাবাণ ফুটবলার। দেবব্রতর মৃত্যু প্রকৃতির সেই নিষ্ঠুর পরিহাসকে আরও একবার তাজা করে দিল।

জেলবন্দিদের কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যাচ্ছিল মাদক

বিবেকানন্দ পার্কের ক্যালকাটা অ্যাকেডেমিতে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে ভর্তি করেছিলেন বাবা দীপক কুমার পাল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। তাঁর। বরং সম্বলটাই চলে গেল। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ঘটে এই ঘটনা। অনুশীলনও শেষ হয়ে গিয়েছিল দেবব্রতর। বাড়ির পথই ধরেছিলেন তিনি। তখনই এক বাজ এসে পড়ে। যাতে তিনি আহত হন। সঙ্গে সঙ্গেই তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দেবব্রত পালের বাড়ি হুগলী শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন লেনে। দেবব্রতর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রিকেটেও।