ক্রিস গেইল হতাশ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায়

ক্রিস গেইল

জাস্ট দুনিয়া ডেস্ক: ক্রিস গেইল হতাশ কিনা বোঝা যায় না। বলা ভাল, বুঝতে দেন না। স্বঘোষিত ‘‌ইউনিভার্স বস’‌ বলে কথা। কিন্তু সেই ক্রিস গেলের গলায় ধরা পড়ল আক্ষেপ। ‘‌বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে না পেরে খারাপ লাগছে’‌।

জীবনের শেষ বিশ্বকাপ খেলে ফেললেন। তাই কি আক্ষেপটা বেশি?‌ গেলের কথায়, ‘‌বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হিসেবে খেলতে পারার গর্বই আলাদা। কিন্তু শেষ চারে আমরা যেতে পারলাম না। পর্দার আড়ালে অনেক কিছু ঘটার পর এখানে আসার সুযোগ পেয়েছিলাম।’

আর এসে কেমন লাগল?

‘অসাধারণ। মনে মনে চেয়েছিলাম ট্রফিটা হাতে নিতে। কিন্তু সেটা হল না। তবে এখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দলের প্রত্যেকে আমার পাশে ছিল। তরুণরাও দারুণভাবে সাহায্য করেছে। এই মুহূর্তে মনের ভেতর যে কী চলছে, ভাষায় প্রকাশ করতে পারব না।’‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এ লিঙ্কে)

গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার। গেল বলেছেন, ‘‌আমাদের দলে এখন যে প্লেয়াররা আছে বেশ ভাল। হেটমেয়ার, হোপ, পুরানরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে মনে হয়। তরুণদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচ হয়তো খেলব। কিন্তু বিশ্বকাপে আর খেলব না। তবে জীবন তো এখানে থেমে যাবে না। এগোতেই থাকবে।’‌

এরপর কিছুটা মজা করে গেল জুড়ে দেন, ‘‌হ্যাঁ এটাই আমার শেষ বিশ্বকাপ। যদি ওরা আমাকে দু’‌বছর বিশ্রাম দেয়। তা হলে হয়তো আবার ফিরতেও পারি। তবে শরীর নিয়ে অযথা ঝুঁকি নিতে চাই না। এই মুহূর্তে বেশ সমস্যা হচ্ছে। তাই মনে হচ্ছে সরে যাওয়াই ভাল।’‌

এদিকে বিশ্বকাপের শেষ ম্যাচ গেল খেলে ফেলেছেন এটা ভেবেই মন খারাপ সতীর্থদের। শে হোপ বলেছেন, ‘‌গেল যেদিন অবসর নেবে বিশ্ব ক্রিকেট ওকে মিস করবে। ক্রিকেটের সবচেয়ে মন খারাপ করা দিন হবে সেটাই।’‌ ব্রেথওয়েট বলেছেন, ‘‌ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটে ওর সঙ্গে ড্রেসিংরুমে যেটুকু সময় কাটানোর সুযোগ পেয়েছি তাতেই বুঝেছি মাঠে ও মাঠের বাইরে গেল–যুগ বলতে আসলে কী বোঝায়।’