ক্রিস কেয়ার্নস হাসপাতালে লাইফ সাপোর্টে, হতে পারে হার্ট ট্র্যান্সপ্ল্যান্টেশন

সুস্থ হচ্ছেন ক্রিস কেয়ার্নসক্রিস কেয়ার্নস

জাস্ট দুনিয়া ডেস্ক: ক্রিস কেয়ার্নস হাসপাতালে ভর্তি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার সিডনির এক হাসপাতালে। তাঁর হার্ট ট্র্যান্সপ্ল্যান্টেশন করা হতে পারে। ক্রিস কেয়ার্নস-এর মূল ধমনীর কোনও অংশ ছিঁড়ে গিয়েছে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একাধিক অস্ত্রোপচারের পরেও আশানুরূপ সাড়া দেননি চিকিৎসায়। নিউজিল্যান্ডের প্রাক্তন এই অলরাউন্ডারকে আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

৫১ বছরের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কেয়ার্নস বেশ কয়েক বছর ধৱে তাঁর স্ত্রী মেলানি এবং ছেলেমেয়েদের নিয়ে ক্যানবিরাতেই থাকতেন। সেখানে স্মার্টস্পোর্টজ নামে একটি কোম্পানির সিইও হিসাবে কাজ করেন তিনি। ওই কোম্পানিটি ভার্চুয়াল স্পোর্টস সংক্রান্ত কাজ করে। নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন কেয়ার্নস। দু’টি টি২০ ম্যাচও খেলেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে কিউই এই অলরাউন্ডারের সংগ্রহ ৮ হাজার ২৭৩ রান এবং ৪২০টি উইকেট। টেস্টে পাঁচটি এবং একদিনের ক্রিকেটে চারটি শতরান রয়েছে কেয়ার্নসের।

২০১৩ সালে ম্যাচ গড়াপেটায় নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারের নাম জড়ায়। গড়াপেটায় জড়িত থাকা নিয়ে আইসিসি-র দুর্নীতি দমন বিভাগ তদন্ত শুরু করে তাঁর বিরুদ্ধে। নিউজিল্যান্ডের ‘হেরাল্ড’ সংবাদপত্রে ক্রিস কেয়ার্নসের নাম প্রকাশিত হয়। কিন্তু আইসিসি বা ক্রিকেট নিউজিল্যান্ড সরকারি ভাবে তাঁর নাম স্বীকার করেনি। ক্রিস কেয়ার্নসের নাম ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়ায় স্কাই স্পোর্টসের কমেন্ট্রি টিম থেকে কেয়ার্নসকে সেই সময় বাদ পড়তে হয়। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেই সময়ে চ‌লা টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছিলেন কেয়ার্নস। কিন্তু টেস্টের মাঝপথেই তাঁকে সরিয়ে দেওয়া হয় সে বছরের ডিসেম্বরে। সেই সময় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কেয়ার্নস জানিয়েছিলেন, ইংল্যান্ডের আদালত তিনি কোনও অপরাধ করেননি বলে রায় দিয়ে দিয়েছে।

২০১০-এর জানুয়ারিতে প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী টুইট করেছিলেন, ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার সন্দেহে ক্রিস কেয়ার্নসকে আইপিএল নিলামে অংশ নিতে দেওয়া হয়নি। মোদীর ওই অভিযোগের বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন নিউজিল্যান্ড তারকা। সেই মামলায় কেয়ার্নসের পক্ষেই রায় দেয় আদালত। পরে যদিও ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে কেয়ার্নসের বিরুদ্ধে আনা ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারের মামলা তুলে নেন ললিত। যদিও এই বিতর্ক তাঁর পিছন ছাড়েনি কখনও। অতীত ভুলতে চেয়েছেন ক্রিস কেয়ার্নস নিজেও। তাই ক্যানবিরায় নিজের মতো করে কাজ করেন।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)