বিদায় বুঁফো, ১৭ বছর পর জুভেন্তাস ছাড়ছেন তিনি

বিদায় বুঁফো

জাস্ট দুনিয়া ডেস্ক: বিদায় বুঁফো, একদিন না একদিন সবাইকেই থামতে হয়। সেই তালিকায় পড়েন তিনি তিনিও। বিশ্ব ফুটবলের সেরা গোলকিপার ছিলেন তিনি। ৪০ বছর বয়সেও তিনি যখন গোলের নিচে দাঁড়ান প্রতিপক্ষের ফরোয়ার্ডদের দু’বার ভাবতে হয়, আদৌ গোল করতে পারবেন তো? সেই বিখ্যাত ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইগি বুঁফো এ বার বিদায় জানাতে চলেছেন জুভেন্তাসকে। কিন্তু খেলা ছাড়ছেন বলে কোনও খবর এখনও জানা যায়নি। আপাতত তিনি ক্লাব ছাড়ছেন।

তাঁর দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। যোগ্যতা অর্জন করলে হয়ত এই বিশ্বকাপ খেলেই অবসর নিতেন। যদিও ক্লাব ছাড়ার আগে জুভেন্তাসকে সপ্তম সিরি ‘এ’ ও পর পর চারবার ইতালিয়ান কাপ দিয়েই বিদায় নিচ্ছেন। জুভেন্তাস ছাড়ার কথা ঘোষণা করে বুঁফো বলেন, ‘‘জোড়া চ্যাম্পিয়নশিপ দিয়ে শেষ করাটা গুরুত্বপূর্ণ। শনিবার জুভেন্তাসের হয়ে আমার শেষ ম্যাচ।’’

বার্সেলোনার অপরাজিত চ্যাম্পিয়নের রেকর্ড থাকল না

তুরিনে ভেরোনার বিরুদ্ধে সিরি ‘এ’তে ৬৪০তম ম্যাচটি খেলতে চলেছেন তিনি। বুঁফো যদিও জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবতে আরও একটু সময় লাগবে। আদৌ তিনি খেলবেন না মাঠের বাইরে থেকে ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন সেটা এখনও নিশ্চিত নয়। বলেন, ‘‘এই মুহূর্তে আমার মাথায় শুধু শনিবারের ম্যাচই রয়েছে। ১৫ দিন আগে পর্যন্তও জানতাম না আমি খেলা ছাড়ব। কিন্তু আমি বেশ কিছু ভাল অফার পেয়েছি অফ দ্য পিচ ওর অন দ্য পিচ।’’

বিদায় বুঁফো

দুই সেরা গোলকিপার। বুঁফো বিদায়ের খবরে এই ছবিটি করলেন ইকার ক্যাসিয়াস।

জুভেন্তাস প্রেসিডেন্ট আন্দ্রে অ্যাগনেলির অফ দ্য পিচ অফার নিয়ে বেশি উচ্ছ্বসিত বুঁফো। আগামী সপ্তাহের মধ্যে ঠান্ডা মাথায় ভেবে আমি সিদ্ধান্ত নেব। ইতালিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুঁফোর কাছে লিভারপুল, রিয়েল মাদ্রিদ প্যারিস সাঁজার অফার রয়েছে। এই মুহূর্তে উয়েফার নির্বাসনও চলছে তাঁর রেফারিকে খারাপ মন্তব্য করার জন্য। সেমিফাইনালে রিয়েলের কাছে হেরে ছিটকেও যেতে হয়েছে। শেষ চ্যাম্পিয়ন্স লিগ গেমটাও ভাল যায়নি সে কারণে।

দেশের হয়েও এই বছরই হয়ত অবসর নিয়ে নেবেন তিনি। খুব সম্ভব ৪ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফ্রেন্ডলি দিয়েই।  দেশের হয়ে সব থেকে বেশি ১৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। বুঁফোর ঝুলিতে রয়েছে সিরি ‘এ’তে ৯৭৪ মিনিট গোল হজম না করার রেকর্ড। ৬৫৫টি ক্লাব ম্যাচে ৩০০টি ম্যাচই তাঁর গোলকিপিংয়ে ক্লিনশিট রাখতে পেড়েছেন। সেই বুঁফোই এ বার ফুটবলার জীবনকে বিদায় চলেছেন।

ছবি: বুঁফোর টুইটার