ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ শুরুর ৫ মিনিটেই বাতিল

ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ

জাস্ট দুনিয়া ডেস্ক: ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ হঠাৎই বাতিল হয়ে গেল। এদি‌ন বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বি। ম্যাচ শুরুও হয়ে গিয়েছিল কিন্তু ম্যাচ ৫ মিনিট গড়ানোর পরই ব্রাজিলের স্বাস্থ্য কর্মী ও পুলিশ এসে সেই ম্যাচ বন্ধ করতে বলেন। তাঁদের দাবি, আর্জেন্তিনার ৪ ফুটবলার নাকি দেশের কয়রেন্টাইন নিয়ম মানেননি এবং মিথ্য তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। অপমানে ওয়াক আউট করে আর্জেন্তিনা দল। বন্ধ হয়ে যায় খেলা। নিয়ম ভাঙার অভিযোগে অভিযোগ ৪ ইপিএল প্লেয়ারকে মাঠ ছাড়তে বলা হয়েছিল বলে খবর। নেইমারকেও দেখা যায় কর্তাদের সঙ্গে কথা বলতে। যদি তাই হয়ে থাকে তাহলে ম্যাচ শুরু হল কী করে? এখন সেটাই বড় প্রশ্ন।

ব্রাজিলিয়ান রেডিও খবর বলছে, এর পর ব্রাজিলের তরফে আর্জেন্তিনা দলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু আর্জেন্তিনা কথা বলতে চায়নি এবং নিজেদের ড্রেসিংরুমে বন্ধ করে রাখে তারা। জানা যাচ্ছে মেসি ব্রাজিলের স্বাস্থ্য কর্তাদের কাছে জানতে চান, তাঁরা গত ৩ দিন ধৱে সে দেশে রয়েছেন, তাহলে তারা এই মুহূর্তে এসে কেন এটা করছে? প্রায় ৩৫ মিনিট আলোচনা চলার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো ঘটনার নিন্দা করেছেন আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

আর্জেন্তিনা দল মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও ব্রাজিল দল শেষ পর্যন্ত মাঠেই দাঁড়িয়ে ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায় স্টেডিয়াম থেকেই আর্জেন্তিনা দল বিমান বন্দরের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে। আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘‘আমি পুরো ঘটনায় হতাশ। আমি কোনও দোষীর খোঁজ করছি না। যা ঘটল সেটা হওয়া উচিত ছিল না। এটা বাধা দেওয়ার সময় ছিল না। বিশ্বের কাছে এক মঞ্চে সেরা প্লেয়ারদের লড়ই দেখার দিন ছিল। আমরা ম্যাচ না খেলার কথা বলিনি কিন্তু আমাকে আমার প্লেয়ারদের পাশে দাঁড়াতে হবে। আমরা খেলতে চেয়েছিলাম, ব্রাজিলের প্লেয়াররাও।’’

ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ বাতিল করে কনমেবলের তরফে বার্তা দিয়ে বলা হয়, ‘‘ম্যাচ রেফারির সিদ্ধান্তে ফিফা আয়োজিত ব্রাজিল ও আর্জেন্তিনার মধ্যে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ বাতিল করা হচ্ছে। রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে রিপোর্ট জমা দেবে। তার পর ফিফার নিয়ম মেনেই সব পদক্ষেপ নেওয়া হবে যেহেতু এটি ফিফা আয়োজিত ম্যাচ।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)