Syed Mushtaq Ali-তে হিমাচলের কাছে হেরে বিদায় বাংলার

Syed Mushtaq Ali

জাস্ট দুনিয়া ডেস্ক কলকাতার ২২ গজ সল্টলেক স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali) কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের কাছে ৪ উইকেটে হেরে গেল বাংলা। নবনির্বাচিত সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই হারের মুখ দেখতে হল লক্ষ্মীর বাংলাকে।

মিডল অর্ডারের ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৯৯ রান করে বেঙ্গল। ধীরগতির শুরুর পর, শাহবাজের ৩২ বলে ৫৯ রান বাংলা দলকে বড় গড়তে সাহায্য করে। ঋত্বিক রায় রায় চৌধুরীর ১১ বলে অপরাজিত ৩২ এবং অগ্নিভ পানের ১০ বলে ২৮ রান হোম টিমকে প্রতিযোগিতামূলক রানে পৌঁছে দেয়। সঙ্গে বাংলার ফিল্ডিং শেষ বল পর্যন্ত ম্যাচে বাংলাকে জিইয়ে রাখে।

তার মধ্যেই এ.পি বশিষ্ট ৪২ বলে ৭৬ এবং ৩৭ বলে এন আর গাংতার ৫০ রান ম্যাচে পার্থক্য গড়ে দেয়। শেষ দু’ওভারে হিমাচলের প্রয়োজন ছিল ২৬ রান। শেষ ওভারে সেটা গিয়ে দাঁড়ায় ১৭ রানে। বল করছিলেন মুকেশ কুমার। সেই ওভার শেষ হয় ৪, উইকেট, ১, ৪, ৪, ১, ২-এ। শেষ বলে অগ্নিভ পান রান আউট মিস না করলে ঘুরে যেতে পাত ম্যাচ বা সুপার ওভারে পৌঁছতে পারত।

কোচ লক্ষ্মীরতন শুক্লা আস্থার কথা শুনিয়ে বলেছেন, “ছেলেরা পরের মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।”

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle