AFC Cup Inter Zonal Semifinal: যুবভারতীতে এটিকে মোহনবাগান

AFC Cup Inter Zonal Semifinal

জাস্ট দুনিয়া ডেস্ক: এটিকে মোহনবাগান সমর্থকদের দারুন এক খবর দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের (AFC Cup Inter Zonal Semifinal) ম্যাচ সবুজ-মেরুন বাহিনীকে অন্য কোথাও গিয়ে খেলতে হবে না, সেই ম্যাচ হবে তাদের ঘরের মাঠেই, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আসন্ন হিরো ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই এই ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার ক্রীড়াসূচি চূড়ান্ত করার পরে এএফসি জানিয়ে দিয়েছে আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান।

প্রসঙ্গত, এটিকে মোহনবাগান এ বারের এএফসি কাপের বাছাই পর্ব ও গ্রুপ পর্বের ম্যাচগুলিও কলকাতায় খেলেছে। গত এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে।

সেপ্টেম্বরে ইন্টার জোনাল সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আশিয়ান জোনের চ্যাম্পিয়ন। এই জোনের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আপাতত রয়েছে চারটি দল। ভিয়েতনামের ভিয়েট্টেল এফসি, মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি, ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার এবং মালয়েশিয়ার কেদা দারুল অমন এফসি। এদের মধ্যে কারা ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ-মেরুন বাহিনীর মুখোমুখি হবে, তা ঠিক হয়ে যাবে ২৪ অগাস্ট, আশিয়ান জোনের ফাইনালে।

ইন্টার জোনাল সেমিফাইনালের অপর ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে হংকংয়ের ইস্টার্ন এসসি। তারা সেমিফাইনালে খেলবে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে। যে দৌড়ে রয়েছে তাজিকিস্তানের এফসি খুজন্দ ও উজবেকিস্তানের পিএফসি সোগদিয়ানা। এই দুই দলের মধ্যে ফাইনাল ১৭ অগস্ট। সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে ৬ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ইস্টার্ন এসসি কাদের মুখোমুখি হবে।

গতবারও ইন্টার জোনাল সেমিফাইনালে উঠেছিল এটিকে মোহনবাগান। আন্তোনিও লোপেজ হাবাসের প্রশিক্ষণাধীন সেই দল উজবেকিস্তানের নসফ এফসি-র কাছে ০-৬ গোলে হারে। সেই ম্যাচ হয়েছিল নসফের ঘরের মাঠ কার্শি শহরের মার্কাজি স্টেডিয়ামে।

এ বার সেই হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এটিকে মোহনবাগান খেলোয়াড়দের সামনে। ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে সেই চ্যালেঞ্জ জেতার সুযোগ পেয়ে গেল তারা। যা শুধু সমর্থকদের জন্য নয়, খেলোয়াড়, কোচেদের কাছেও খুশির খবর।

(তথ্য্য ও লেখা আইএসএল ওয়েবসাইট)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle