এশিয়ান গেমস ২০১৮: সপ্তম দিন একটি সোনা, তিনটি ব্রোঞ্জ এল ভারতের ঘরে

এশিয়ান গেমস ২০১৮

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়ান গেমস ২০১৮ , সপ্তম দিনটিও শেষ বেলায় এসে বেশ ভাল হয়ে গেল ভারতের জন্য। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল তিনটি ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতকে। যখন আর পদকের আশা ছেড়েই দিয়েছে ভারত তখনই চমক দিলেন তেজেন্দরপাল সিং। জাতীয় রেকর্জ করেই দেশকে সোনা এনে দিলেন এই অ্যাথলিট।

এ দিন থেকেই এশিয়ান গেমসে শুরু হল অ্যাথলেটিক্সের ইভেন্ট। আর প্রথম দিনই ভারতকে সোনা দিয়ে আশা জিইয়ে রাখলেন অ্যাথলিটরা। সঙ্গে অনেকেই এগোলেন ফাইনালের পথে। যাঁদেরকে নিয়ে রবিবার স্বপ্ন দেখাই যায়। এ দিন শট পাটে সোনা জিতে শুরুটা করেই দিলেন ২৩ বছরের তেজিন্দর। ২০.৭৫ মিটার ছুঁড়ে সোনা জিতলেন। করলেন জাতীয় রেকর্ড। ভাঙলেন ছ’বছর আগে ওম প্রকাশ কারহানা ছুঁড়েছিলেন ২০.৬৯ মিটার।

সোনা ছাড়াও অ্যাথলেটিক্সের দিনটি আজ ভালই গেল। মুহম্মদ আনাস ও আরোকিয়া রাজীব ৪০০ মিটারের সেমিফাইনালে পৌঁছে গেল। হিটে শীর্ষে থেকেই শেষ করলেন আনাস। সময় করেন ৪৫.৬৩ সেকেন্ড। আরোকিয়া শেষ করেন দ্বিতীয় স্থানে। সময় নেন ৪৬.৮২ সেকেন্ড। হাইজাম্পার চেথান সুব্রমনিয়ামও ফাইনালের যোগ্যতা অর্জন করলেন।

সপ্তম দিন ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন দীপিকা পাল্লিকাল। যদিও হেরে ব্রোঞ্জ পদক পেলেন তিনি। শুক্রবারই সেমিফাইনালে উঠে স্কোয়াশে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছিলেন দীপিকা। শনিবার পদক নিশ্চিত করেই নেমেছিলেন তিনি।  রুপো বা সোনাও আসতে পারত। কিন্তু সেই একই কাহিনী লিখলেন তিনিও। মালয়েশিয়ার নিকোল ডেভিডের কাছে হেরে আগেই নিশ্চিত হওয়া ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল মিসেস কার্তিককে।

একটি এল রোয়িং ও একটি টেনিসের ডবলসে, যার সঙ্গে ছ’টি সোনা হয়ে গেল ভারতের

এই এশিয়ান গেমস প্রায় সকল প্রতিযোগিরই এক কাহিনী। শুধুমাত্র টেনিস ডবলসে বোপন্নারা সোনা জিতে অন্য বার্তা দিয়েছিলেন। না হলে এতদিন যতজন অ্যাথলিট যে বিভাগেই আগের দিন পদক নিশ্চিত করেছেন। তাঁরা সকলে হেরেই পদক পেয়েছেন। ব্যাতিক্রম নন দীপিকাও।

দীপিকা ০-৩-এ হারলেন এশিয়ান গেমসের চারবারের চ্যাম্পিয়ন নিকোলের কাছে। খেলার ফল ৭-১১, ৯-১১ ও ৬-১১। জাপানের কোবায়াশি মিসাকিকে ৩-০তে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন দীপিকা। শুধু দীপিকাই নন স্কোয়াশে ব্রোঞ্জ পদক পেলেন জোস্না চিনাপ্পাও। ৩১ বছরের জোস্না ১-৩এ হারলেন মালয়েশিয়ার ১৯ বছরের সিভাসাঙ্গারি সুব্রমনিয়মের কাছে। স্কোয়াশে এ দিন তৃতীয় ব্রোঞ্জটি জিতলেন সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গলসে তিনিও হংকংয়ের চন মিং অ-র কাছে -৩এ হেরে শেষ করলেন।

অন্যদিকে ব্যাডমিন্টনের ডবলস থেকে ছিটকে গেলেন অশ্বিনী পোনাপ্পা ও সিক্কি রেড্ডি জুটি। হারল চিনের কাছে। অন্য দিকে জর্জিয়ার মারিস্কাকে ২১-১২, ২১-১৫তে হারিয়ে ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। ইন্দোনেশিয়ার ফিত্রিয়ানিকে ২১-৬, ২১-১৪তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছলেন সাইনা নেহওয়াল।

তিরন্দাজির রিকার্ভ টিম ইভেন্টে ছিটকে গেল ভারতের মহিলা-পুরুষ দুই দলই। ছেলেরা ১-৫-এ হারল কোরিয়ার কাছে। মেয়েরা ২-৬-এ হারল চাইনিজ তাইপের কাছে।