এশিয়ান গেমস ২০১৮: স্বর্ণবতের সোনার দিনে উশুতে চারটি ব্রোঞ্জ ভারতের

এশিয়ান গেমস ২০১৮

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়ান গেমস ২০১৮ , এই মধ্যেই চারটে সোনা এসে গেল ভারতের ঘরে। চতুর্থ সোনাটি আনলেন শুটিংয়ের রাহি স্বর্ণবৎ। বুধবার ২৫ মিটার পিস্তলে সোনা নিয়ে এলেন এই মেয়ে। ফাইনালে তাঁর থাইল্যান্ডের প্রতিপক্ষের সঙ্গে প্রথম রাউন্ডের শুট ৪-৪এ ড্র হয়ে গিয়েছিল। দ্বিতীয় রাউন্ডে তিনটি হিট করতে সক্ষম হন রাহি। প্রতিপক্ষ মাত্র একটি শুট করতে সক্ষম হন। আর তাতেই প্রথম ভারতীয় শুটার হিসেবে প্রথম সোনা তুলে নেন রাহি স্বর্ণবৎ। একই ইভেন্টে দারুণ শুরু করলেও মানু ভাকর ফাইনাল রাউন্ডে গিয়ে হেরে যান।

২৭ বছরের রাহির আগে এই এশিয়ান গেমস থেকে সোনা তুলে এনেছেন কুস্তির বজরং পুনিয়া, ভিনেশ ফোগত। শুটিংয়ে সোনা পেয়েছেন ১৬ বছরের সৌরভ চৌধরী। চার দিনে চার সোনা। প্রথম দিন পেয়েছিলেন বজরং। দ্বিতীয় দিন ভিনেশ। তৃতীয় দিন সৌরভ ও শেষ দিন রাহি। চতুর্থ দিন ভারতের মোট ১৫টি পদক হয়ে গেল সব মিলে।

দিনের শুরুতে সোনার পর দিনের শেষ মুহূর্তে একসঙ্গে এল চারটি ব্রোঞ্জ। আর সবটাই এল উশুতে। সেমিফাইনালে পৌঁছে আগেই পদক নিশ্চিত করে ফেলেছিলেন চারজন। কিন্তু চারজনই হেরে গেলেন যাঁর যাঁর সেমিফাইনালে। হেরেই পদক পেতে হল সবাইকে। যদিও শেষ পর্যন্ত লড়াই দিলেন ভারতের উশু প্লেয়াররা। ভারতের নাওরেম রোশিবিনা দেবীর হাত ধরে এল উশুতে ভারতের প্রথম পদক। মহিলাদের ৬০ কেজি বিভাগে তিনি হারলেন চিনের কাই ইয়েংইয়েং-এর কাছে। পেলেন ব্রোঞ্জ।

এশিয়ান গেমসের তৃতীয় দিন কেমন ছিল ভারতের

এই উশুতেই দ্বিতীয় ব্রোঞ্জ এল সন্তোষ কুমারের হাত ধরে। ছেলেদের ৫৬ কেজি বিভাগে তিনি হারলেন ভিয়েতনামের তুয়ং জিয়াং বুইয়ের কাছে। তৃতীয় ব্রোঞ্জ এল ছেলেদের ৬০ কেজি বিভাগে ইরানের ইরফান আহানগারিয়ানের কাছে হেরে। দিনের শেষ ব্রোঞ্জটি এল সেই উশুতেই। পুরুষদের ৬৫ কেজি বিভাগে ইরানের ফরৌদ জাফারির কাছে হেরে শেষ ব্রোঞ্জটি জিতে নিলেন নরেন্দ্র গ্রেওয়াল।

এ দিন সব পদককে ছাপিয়ে গেল হকি। পদক না এলেও হংকংকে সর্দাররা হারালেন ২৬-০ গোলে। প্রথমার্ধেই ১৪-০ গোল এগিয়ে গিয়েছিল ভারত। ম্যাচ শুরুর ২ মিনিট থেকে শুরু হয় গোল দেওয়া। শেষ গোল আসে ৫৯ মিনিটে। প্রতিপক্ষ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। পাল্টা গোলও দিতে পারেনি। মঙ্গলবারই ২১ গোল দিয়েছিলেন ভারতের মেয়েরা। বুধবার সেই ধারা ধরে রাখলেন ভারতের ছেলেরা।

ভারতের হয়ে গোল করলেন, আকাশদীপ (২, ৩২, ৩৯ মিনিট), মনপ্রীত (২, ১৭ মিনিট), রুপিন্দর (৩, ৪, ৫৯ মিনিট), এসভি সুনীল (৭, ৪৫ মিনিট), বিবেক (১৪ মিনিট), ললিত (১৬, ১৯, ৩৪ মিনিট), মনদীপ (২০, ২১ মিনিট), অমিত (১৭ মিনিট), হরমনপ্রীত (২৮, ৫২, ৫৩, ৫৫ মিনিট), বরুণ (২৯ মিনিট), দিলপ্রীত (৪৭ মিনিট), চিংলেনসেনা (৫১ মিনিট), সিমরানজিৎ (৫৩ মিনিট) ও কুরেন্দর (৫৪ মিনিট)।