এশিয়ান গেমস ২০১৮: তৃতীয় দিন ভারতের ঘরে পাঁচ পদক এনে দিলেন অ্যাথলিটরা

এশিয়ান গেমস ২০১৮

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়ান গেমস ২০১৮ দিয়েই প্রথম পা রেখেছিলেন সিনিয়র ইভেন্টে। ১৬ বছরের সৌরভ চৌধরিকে ঘিরে তেমনভাবে প্রত্যাশার পারদ চড়েনি আগে। কিন্তু বন্দুক হাতে বাজি মাত করলেন তিনিই। ভারতকে এই এশিয়ান গেমসে এনে দিলেন প্রথম সোনা। আর ভারতের হয়ে তৃতীয় সোনা এল তার হাতে। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন আরও এক ভারতীয় অভিষেক ভর্মা।

মঙ্গলবার সকালে১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নেমেছিলেন এই দুই ভারতীয়। সৌরভের জন্য ছিল প্রথম সিনিয়র ইভেন্ট। খুব ঠান্ডা মাথায় লড়লেন শেষ পর্যন্ত। যেন সত্যিই সে সিনিয়র। এখনও ১৮ বছরের গণ্ডি পেড়তে পারেনি। কিন্তু তার আগেই ঢুকে পড়লেন ইতিহাসে। ২৪ শটের ফাইনালে ঠান্ডা মাথায় ছাপিয়ে গেলেন ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়ন তমোউকি মাতসুদাকে। আরও এক ভারতীয় অভিষেক ভর্মারও আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল ব্রোঞ্জ দিয়ে।

মিরাটের কালিনা গ্রামের সৌরভ পয়েন্ট করলেন ২৪০.৭। অভিষেকের পয়েন্ট হল ২১৯.৩। জাপানের ৪২ বছরের মাতসুদাকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল। তাঁর পয়েন্ট ২৩৯.৭। সৌরভ শুধু সোনা জিতলেন তা নয় সঙ্গে করলেন গেমস রেকর্ডও। শেষ দুটো শটে সৌরভ করলেন ১০.২ ও ১০.৪। এটাই সোনা এনে দিল। জাপানি প্রতিপক্ষের শেষ দুটো শট ছিল ৮.৯ ও ১০.৩। জুনিয়ার বিশ্বকাপেও রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন সৌরভ।

এশিয়ান গেমস ২০১৮, দ্বিতীয় দিনই ইতিহাস তৈরি করলেন ভিনেশ ফোগত

শুটিংয়ের সাফল্য চলছেই। পালেমবাঙ্গে ১০ মিটার এয়ার রাইফেলে জোড়া পদকের ঠিক পরেই ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রুপো জিতলেন সঞ্জীব রাজপুত। ৩৭ বছরের সঞ্জীবের মোট পয়েন্ট ৪৫২.৭। অল্পের জন্য হাতছাড়া হল সঞ্জীবের সোনা চিনের হুই জিচেংয়ের কাছে। তিনি সোনা জিতলেন ৪৫৩.৩ পয়েন্ট করে। জাপানের মাতসুমোতো তাকাউকি ব্রোঞ্জ পেলেন ৪৪১.৪ পয়েন্ট নিয়ে। যদিও এ দিন প্রথম থেকেই সোনার লক্ষ্যেই খেলছিলেন সঞ্জীব।

কেলিং ও প্রন পজিশনে এগিয়েই ছিলেন তিনি। এর পর স্ট্যান্ডিং রাউন্ডেও সোনার আশা বাঁচিয়ে রাখেন। কেলিং পজিশনের তৃতীয় রাউন্ডে ৭.৮ পয়েন্ট থেকে ১৫১.২ পয়েন্ট করে শীর্ষে পৌঁছে যান সঞ্জীব। প্রন পর্বেও শীর্ষে থেকেই শুরু করেন। টানা ১০ শুট করে মোট ৩০৭.১ এ পৌঁছে যান ৩০ শটে। স্ট্যান্ডিং পজিশনে ৩৫৫.৬ স্কোর করে যখন সোনার প্রায় কাছেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য সোনা জিতে নিলেন জিচেং।

কাজাখস্তানকে ২১ গোল দেওয়ার পর ভারতীয় মহিলা হকি দল।

এর মধ্যেই ভারতের এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম পদক এল সেপাকটাকরোতে। সোমবারই ২১-১৬, ১৯-২১, ২১-১৭তে ইরানকে হারিয়ে শুরু করেছিল। এর পর থাইল্যান্ডের কাছে ০-২এ হারলেও সেমিফাইনালিস্ট হিসেবে পদক নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়ে যায়। তার মধ্যে দুই দল ফাইনাল খেলে। নিয়ম অনুযায়ী একটি সোনা, একটি রুপো ও দুটো ব্রোঞ্জ দেওয়া হয়। সেই পথে হেঁটেই ব্রোঞ্জ জিতল ভারত।

মঙ্গলবার দিনের পঞ্চম পদক এল মহিলাদের কুস্তিতে। ৬৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরান। ব্রোঞ্জ পদকের ম্যাচে দিব্যা হারালেন চাইনিজ তাইপের চেন ওয়েনলিংকে। প্লে-অফে বাজিমাত করেন দিব্যা। যার ফলে পদক তালিকায় এসে গেল মোট ১০টি পদক। এই নিয়ে কুস্তিতে এল তিনটি পদক। দিব্যার আগে এসেছে জোড়া সোনা। বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতের হাত ধরে। কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন দিব্যা।

পদকের সাফল্যের মধ্যে হকিতে ভারতের মেয়েরা ২১ গোল দিল কাজাখস্তানকে। ২১-০ গোলে হারিয়ে দিল প্রতিপক্ষকে। আগের দিনই ভারতের পুরুষ হকি দল ১৭ গোল দিয়েছিল ইন্দোনেশিয়াকে। পর দিন সেই ধারা ধরে রাখল মেয়েরা। ম্যাচের ৮ মিনিট থেকে গোলের শুরু। প্রথম গোল এসেছিল গুরজিতের স্টিক থেকে। এর পর ৩৪, ৪৪ ও ৫১ মিনিটে গোল করেন তিনি। ৯, ১৯, ২৯ মিনিটে গোল করেন লালরেমসিয়ামি। একটি করে গোল করেন নেহা (১০মিনিট), উদিতা (৩৪ মিনিট), জীপ গ্রেস (৪৩ মিনিট), নভজ্যোত (৫৩ মিনিট) ও মোনিকা (৫৪ মিনিট)। ১১, ১২, ১৬, ৪৮ ও ৪৯ মিনিটে গোল করেন নভনিত। ২৮, ৩৭ ও ৫২ মিনিটে তিনটি গোল করেন ভন্দনা। ৩৮ ও ৪৪ মিনিটে গোল করেন লিলিমা।