এশিয়ান গেমস ২০১৮: ১৩তম দিন হকিতে ভারতের মেয়েদের রুপো, সেলিংয়ে এল তিনটি পদক

এশিয়ান গেমস ২০১৮

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়ান গেমস ২০১৮ , ১৩তম দিন ভারতীয় মহিলা হকি দলকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। অনেক আশা জাগিয়েই ফাইনালে পৌঁছেছিলেন রানি রামপালরা। কিন্তু শুক্রবার জাপানের  হেরে যেতে হল। খেলার ১-২। এ দিন সেইলিং থেকে তিনটি পদক তুলে নিল ভারত। এর আগেই মালয়েশিয়াকে ২-০তে হারিয়ে সোনার দৌড়ে ঢুকে পড়েছে ভারতের মহিলা স্কোয়াশ দল।

২০১৪ এশিয়ান গেমসে সোনা জয়ের এ বার যে ফর্মে ছিল ভারতের মহিলা হকি দল তাতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবার জায়গাই ছিল না। ১৯৮২র পর আবার গত এশিয়ান গেমসেই সোনা জিতেছিল ভারত। এ বার সেই ধারা ধরে রাখতে পারল না ভারতের মহিলা দল। ম্যাচের ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। গোল করে শিমিজু। ২৫ মিনিটে সমতায় ফেরে ভারত। ভারতকে সমতায় ফেরান নেহা। কিন্তু গোল করে এগিয়ে যেতে ব্যর্থ ভারতের মেয়েরা। ৪৪ মিনিটে জয়ের গোলটি করে যান জাপানের কাওয়ামুরা। তার পর আর সমতায় ফিরতে পারেনি ভারত। ২-১ গোলে এগিয়ে যাওয়াটাই শেষ পর্যন্ত ধরে রাখে জাপান। চিনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।

হকি ছাড়া এ দিন ভারতকে পদক এনে দিল সেলিং। ৪৯ইআর এফএক্স মহিলাদের ইভেন্টে ভারতকে রুপো এনে দিলেন বর্ষা গৌথম ও শ্বেতা শারভেগার। এই দু’জনে মিলে মোট পয়েন্ট করলেন ৪৪। নেট পয়েন্ট ৪০। সোনা জেএ সিঙ্গাপুরের মিন কিম্বারলি-রুই কি সেসিলিয়া জুটি।   অন্যদিকে, ৪.৭ ওপেন লেসার বিভাগে ব্রোঞ্জ জিতলেন হর্ষিতা তোমার। মোট স্কোর করলেন ৬২, নট পয়েন্ট ৫০। বর্ষা, শ্বেতা ও হর্ষিতা ছাড়া এ দিন পুরুষদের সেলিংয়েও পদক এল। বরুণ ঠাকুর ও গনপতি চেঙ্গাপ্পা ৪৯ইআর বিভাগে ব্রোঞ্জ জিতলেন।

সংশয় ছিল সেই প্রতিবন্ধকতা নিয়ে কতটা সাফল্য আসবে তা নিয়ে

শুক্রবার ভারতের জন্য খারাপ খবরও এল। চোটের জন্য বক্সিং সেমিফাইনাল থেকে নাম তুলে নিলেন বিকাশ কৃষ্ণান। বুধবার কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম রাউন্ডেই চিনের প্রতিপক্ষ আরবিকে তাংলাতিহানের মাথার ধাক্কায় চোখের উপর অনেকটা কেটে যায় বিকাশের। তার পরও সেমিফাইনালে নেমেছিলেন। কিন্তু খেল:তে পারেননি। সেমিফাইনালে পৌঁছনোয় ব্রোঞ্জ পদক পাচ্ছেন তিনি। এ দিন টেবল টেনিসে খুব খারাপ দিন গেল ভারতের। শরথ কমল, মণিকা বাত্রা সাথ্যিয়ানরা হেরে গেলেন যাঁর যাঁর সিঙ্গলসের ম্যাচ।