এশিয়া কাপ ফাইনাল: বাংলাদেশকে সমীহ করেও জয়ের ব্যাপারে নিশ্চিত শিখর ধাওয়ান

অধিনায়ক শিখর ধাওয়ান

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়া কাপ ফাইনাল শুক্রবার, তার আগে শিখর ধাওয়ান জানিয়ে, দিলেন কোনও লজ্জা নেই যদি সর্বস্ব দেওয়ার পরও তা কাজে না লাগে। ইংল্যান্ডে টেস্ট সিরিজে চূড়ান্ত ফ্লপ হওয়ার পর ওপেনার শিখর ধাওয়ানের ভবিষ্যৎ বিশ বাও জলে। দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের ফিটনেস পরীক্ষার জন্য। সেই দলে আদৌ শিখর ধাওয়ান থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল ধাওয়ানকে। এশিয়া কাপে অবশ্য সেরা ফর্মে রয়েছেন তিনিই। সর্বোচ্চ রান এখনও তাঁরই দখলে। এই ফর্মের দিকে তাকিয়েও তাঁকে দলে রাখতে পারেন নির্বাচকরা। বৃহস্পতিবার ধাওয়ান দুবাইয়ে বলেন, ‘‘ভাল খেলাটা সব সময়ই সাহায্য করে।  সেটা কাজে লাগলে লাগবে না লাগলে লাগবে না। আমি সাদা বল খেলি বা লাল বল, সব সময়ই নিজের শিক্ষাটা দিয়েই খেলি।’’

শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নামছে ভারত। এক ম্যাচ বিশ্রামের পর তিনিও ফিরছেন দলে। তার আগে তিনি বলেন, ‘‘যদি ইংল্যান্ড টেস্টের কথা বলেন তা হলে সত্যিই আমি কিছু করতে পারিনি কিন্তু আমি আমার সর্বস্ব দিয়েছিলাম। বাকিরা আমার থেকে ভাল খেলেছে। আমি মেনে নিয়েছি। এতে কোনও লজ্জা নেই। তার পর আমি এখানে লাল বল ক্রিকেট খেলতে এসেছি। সেখান আলাদা পরিকল্পনা, আলাদা কন্ডিশন। কিন্তু কখনও সেটা কাজ করে কখনও করে না।’’

ধোনির ২০০তম অধিনায়কত্বের ম‍্যাচ লেখা থাকল হাতে গোনা কয়েকটি ম‍্যাচের তালিকায়

শুক্রবার ফাইনালের আগে বাংলাদেশ সমীহই করছে ভারত। সহজ হবে না লড়াই জানেন শিখর ধাওয়ানরা। ধাওয়ান বলেন, ‘‘খাতায় কলমে পাকিস্তান বড় দল কিন্তু বাংলাদেশ তাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। আর তাই ওরা ফাইনালে। ওদের হারানো খুব কঠিন বিশেষ করে ঘরের মাঠে। ওরা জানে চাপের মধ্যে কী ভাবে খেলতে হয়। ওরা বড় দলের বিরুদ্ধে নির্ভিক ক্রিকেট খেলে। সেটাকে প্রশংসা করতেই হবে।’’

বাংলাদেশকে সমীহ করলেও ভারতই জিতবে সে ব্যাপারে আত্মবিশ্বাসী শিখর ধাওয়ান। তবে বিরাট কোহালির না থাকায় তিনি ও রোহিত শর্মাকে অনেকটাই বেশি চাপ নিতে হয়েছে সেটা মানতে নারাজ শিখর। বলেন, ‘‘এমনটা নয়। বিরাটের অবর্তমানে আমাদের দায়িত্ব অবশ্যই বেড়ে যায়। এটা সেই টুর্নামেন্ট ছিল যেখানে ম্যানেজমেন্ট নতুনদের সুয়োগ দিয়েছে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের দেখে নেওয়াটাও একটা লক্ষ্য। যে কারণে আমাদেরও বিশ্রাম দেওয়া হয়েছিল।’’