রবীন্দ্র জাডেজার দুরন্ত প্রত্যাবর্তন, ওয়ান ডে-তে ফিরেই চার উইকেট

রবীন্দ্র জাডেজার দুরন্ত প্রত্যাবর্তন

জাস্ট দুনিয়া ডেস্ক: রবীন্দ্র জাডেজার দুরন্ত প্রত্যাবর্তন আর তার শিকার হতে হল বাংলাদেশকে। আফগানিস্তানের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়ে হারতে হয়েছে। আবুধাবিতে ম্যাচ হেরে পরের দিনই ১৪০ কিলোমিটার জার্নি করে পৌঁছতে হয়েছে দুবাইতে। সেখানে ভারতের সঙ্গে ম্যাচ। মাঝে কোনও দিন নেই। এশিয়া কাপে পর পর ম্যাচ খেলতে হয়েছে ভারতকেও। হংকংয়ের বিরুদ্ধে খেলার পরের দিনই খেলতে হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তা নিয়ে ক্ষোভ থাকলেও বাংলাদেশের সমস্যাটা আরও বেশি। ভারত খেলেছে একই ভেন্যুতে। কিন্তু বাংলাদেশকে অনেকটা রাস্তা ট্র্যাভেল করে গিয়ে খেলতে নামতে হয়েছে। তার মধ্যে ফর্মেও নেই দল।

সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপট দেখা গেল। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শেষ করেছিলেন ভারতের বোলাররা সেখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে শুরু করলেন। ওয়ান ডে-তে প্রত্যাবর্তনের ম্যাচেই বল হাতে দারুণ সফল রবীন্দ্র জাডেজা

পাকিস্তান ম্যাচের পর চোটের জন্য টুর্নামেন্ট থেকেই বাদ চলে যেতে হয়েছে হার্দিক পাণ্ড্য, অক্ষর প্যাটেল ও শার্দূল ঠাকুরকে। তাঁদের জায়গায় দলের সঙ্গে যোগ দিয়েছেন দীপক চাহার, রবীন্দ্র জাডেজা ও সিদ্ধার্থ কল। তবে দুবাইতে গিয়েই খেলতে নামতে হয়েছে একমাত্র রবীন্দ্র জাডেজাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে ব্যাটে-বলে দারুণ সফল হয়েছিল জাডেজা। ফর্মেও রয়েছেন তিনি। সেটাই কাজে লাগাতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে তাদের ভরসার যথাযোগ্য সম্মান দিলেন জাডেজা।

এশিয়া কাপ ২০১৮-এর শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত শুরুতেই ৭ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে নেমে সাকিব আল হাসান ফিরলেন ১৭ রানে। মুশফিকুর রহিম ফিরলেন ২১ রানে ও মহম্মদ মিঠুন ফেরেন ৯ রানে। তিন জনই জাডেজার শিকার। মাহমুদুল্লাহকে ২৫ রানে ফেরালেন ভুবনেশ্বর কুমার। জাডেজার চতুর্থ শিকার মোসাদ্দেক হোসেন।

এর পর বাকি কাজ করে দিলেন ভুবনেশ্বর কুমার ও বুমরা। বুমরার বলে ধাওয়ানকে ক্যাচ দেওয়ার আগে দলের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান ৪২ করলেন মেহেদি হাসান মিরাজ। মুস্তাফিজুরকেও ফেরাল ধাওয়ান-বুমরা জুটি। ৪৯.১ ওভারে ১৭৩-এ শেষ হয়ে গেল বাংলাদেশ ইনিংস। ভারতের হয়ে ৪টি উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। তিনটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরার।

জবাবে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারেই ১৭৪ রান তুলে নেয় ভারত। বোলারদের তৈরী করে যাওয়া রাস্তায় হেঁটে বাকি কাজটি করে গেলেন ব্যাটসম্যানরা। রোহিত শর্মার অপরাজিত ৮৩ রানের দাপটে ৭ উইকেটে জয় তুলে নিল ভারত।