এশিয়া কাপ ২০১৮: চোটে জর্জরিত ভারতীয় দলে ডাকা হল হার্দিক-অক্ষর-শার্দূলের পরিবর্তকে

এশিয়া কাপ ২০১৮চোট নিয়ে বিদায় নিলেন তিন জন।

জাস্ট দুনিয়া ডেস্ক: এশিয়া কাপ ২০১৮-এর শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। যদিও প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে রোহিত শর্মার ভারত। হংকংয়ের মতো দূর্বল দলের বিরুদ্ধে রীতিমতো কষ্ট করে জিততে হয়েছে ভারতকে। শেষ পর্যন্ত লড়াই চালিয়েছে ক্রিকেটের নবাগত দল। মাত্র ২৬ রানে জয় এসেছে ভারতের প্রথম ম্যাচে। পর দিনই খেলতে নামতে হয়েছিল পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ খুব সহজেই জিতে নিয়েছে ভারত। বরং ক্রিকেট বিশ্বের সব থেকে বড় হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য যে ম্যাচ সবার কাছে জনপ্রিয় সেটা প্রায় পুরোটাই ছিল একপেশে।

কিন্তু এই সবের মধ্যেই এক গুচ্ছ খারাপ খবর ভারতীয় শিবিরের জন্য। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তিন জন। পাকিস্তান ম্যাচেই বল করার সময় পা পিছলে পড়ে গিয়ে পিঠে চোট পান হার্দিক পাণ্ড্য। তখনই বোঝা গিয়েছিল চোট গুরুতর। মাঠ থেকে হেঁটে বেরনোর অবস্থা ছিল না তাঁর। স্ট্রেচারে করে বের করা হয় তাঁকে। যদিও পরে টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় আপাতত চোট থাকলেও নিজের পায়ে দাড়াতে পাড়ছেন হার্দিক। তবে তাঁকে টিম ডাক্তাররা নজরে রেখেছেন। রাত পোহাতেই পরিষ্কার হয়ে গেল, এশিয়া কাপে আর খেলতে পারছেন না হার্দিক।

শুধু হার্দিক নন এই তালিকায় নাম জুড়ে গেল আরও দু’জনের। চোটের জন্য এশিয়া কাপ থেকে বাতিলের তালিকায় চলে গেলেন অক্ষর প্যাটেল ও শার্দূল ঠাকুর। বিসিসিআই এক বার্তায় জানিয়েছে, ‘‘অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্য এই মুহূর্তে বিসিসিআই মেডিক্যাল টিমের অধিনে চিকিৎসাধীন। সিরিজের বাকি ম্যাচে আর তিনি খেলতে পারবেন না। তাঁর জায়গায় ডেকে নেওয়া হয়েছে দীপক চাহারকে।’’

এশিয়া কাপ ২০১৮

যাঁরা দলে এলেন।

অক্ষর প্যাটেলেরও চোট লাগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই। ফিল্ডিং করার সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান এই বাঁহাতি বোলার। স্ক্যান করার পর দেখা যায় আঙুলে চির রয়েছে। তিনিও আর বাকি সিরিজে খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলে আসছেন রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন তিনি। শেষ টেস্টে ওভালে ব্যাটে-বলে দারুণ সাফল্য পেয়েছেন জাডেজা।

আট উইকেটে হারিয়ে দিল চির প্রতিদ্বন্দ্বিকে

শার্দূল ঠাকুর আবার বাঁ-হিপে চোটের সঙ্গে ও গ্রো-ইফিন সমস্যার জন্য ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে। হংকংয়ের বিরুদ্ধে প্রথম এগারোয় ছিলেন শার্দূল। কিন্তু আর এশিয়া কাপে খেলতে পারছেন না তিনিও। তাঁর জায়গায় ডেকে নেওয়া হয়েছে সিদ্ধার্থ কলকে। এশিয়া কাপে ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে শুক্রবার।