বিরাট কোহলিকে নিয়ে সুনীল গাভাস্কারের মন্তব্য, পাল্টা দিলেন অনুষ্কা

বিরাট কোহলিকে নিয়ে সুনীল গাভাস্কারের মন্তব্য

জাস্ট দুনিয়া ডেস্ক: বিরাট কোহলিকে নিয়ে সুনীল গাভাস্কারের মন্তব্য ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। তাঁর মতো একজন বর্ষীয়ান ক্রিকেটার কীভাবে এমন নিম্ন মানের মন্তব্য করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। আর সেই আগুনেই ঘি ঢাললেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। একহাত নিলেন সুনীল গাভাস্কারকে। বললেন, ‘‘রুচিহীন মন্তব্য।’’

অনুষ্কা লেখেন, ‘‘মিঃ গাভাস্কার, আপনার মন্তব্য সত্যিই রুচিহীন তবে আমি আপনাকে বোঝাতে চাইব যে আপনি কেন একজন স্ত্রীর উপর তার স্বামীর খেলাকে দোষারোপ করে এই জাতীয় বক্তব্য দেওয়ার কথা ভেবেছিলেন? আমি নিশ্চিত যে বিগত বছরে আপনি প্রতিটি ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েই ধারাভাষ্য দিয়েছেন। আপনি কি মনে করেন না যে আমার এবং আমাদের প্রতি আপনার সমান সম্মান থাকা উচিত?’’

তিনি আরও লেখেন, ‘‘আমি নিশ্চিত যে গত রাত থেকে আমার স্বামীর খেলা সম্পর্কে মন্তব্য করতে আপনার মনে অন্য অনেক শব্দ এবং বাক্য থাকতে পারে বা আপনি এর মধ্যে আমার নাম ব্যবহার করাটা কি প্রাসঙ্গিক? এটি ২০২০ এবং এখনও বিষয়গুলো আমার জন্য পরিবর্তন হল না। আমাকে কখন ক্রিকেটে টানা বন্ধ হবে এবং এরকম মন্তব্য ব্যবহার বন্ধ হবে? শ্রদ্ধেয় মিঃ গাভাস্কার, আপনি একজন কিংবদন্তি যাঁর নাম জেন্টলম্যানস গেমের অন্যতম। আমি কেবল আপনাকেই বলতে চেয়েছিলাম যখন আপনার মন্তব্য শুনেছিলাম তখন আমার কেমন লেগেছিল।’’

আইপিএল-এ এখনও ভাল ফর্মে দেখা যায়নি বিরাট কোহলিকে। বৃহস্পতিবার পঞ্জাবের বিরুদ্ধে লোকেশ রাহুলের দুটো নিশ্চিত ক্যাচ ফেলেন তিনি। আর সেই লোকেশ রাহুলই ব্যাট হাতে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলে একাধিক রেকর্ড করে ফেলেন। বিরাট নিজেও আউট হলেন মাত্র এক রান করে।

তা নিয়ে সমর্থক মহলে যে সমালোচনার ঝড় উঠবে এটাই স্বাভাবিক। আক্রমণের কেন্দ্রে থাকবেন বিরাটের অভিনেত্রী স্ত্রী অনুষ্কা সেটাও জানা। ২০১৫ থেকে এমনটাই হয়ে এসেছে। তা বলে সুনীল গাভাস্কার!

বিরাট ক্যাচ ফেলার পর গাভাস্কার ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, ‘‘লকডাউনে বিরাট শুধু অনুষ্কার বলেই অনুশীলন করেছে।’’ ফ্যানরাই প্রথমে গাভাস্কারের এই মন্তব্যে প্রতিক্রিয়া দেন এবং তাঁকে ধারাভাষ্যের দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলে দেন তাঁরা।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)