অবসরে অম্বাতি রায়ডু, অভিমানে বিদায় জানালেন ক্রিকেটকে

Ambati Rayudu

জাস্ট দুনিয়া ডেস্ক: অবসরে অম্বাতি রায়ডু বিদায় জানালেন সব ঘরানার ক্রিকেটকে। বোর্ডের ক্রিকেট বিষয়ক জেনারেল ম্যানেজার সাবা করিমের কাছে তিনি ই–‌মেল পাঠিয়ে নিজের কথা জানিয়েছেন। একই ই–‌মেল পাঠিয়েছেন বোর্ডের সিইও রাহুল জোহরিকেও।

রায়ডু ই–‌মেলে লিখেছেন, ‘‌আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চাই। বিসিসিআই, হায়দরাবাদ, বরোদা, অন্ধ্র এবং বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। ধন্যবাদ যাদের নেতৃত্বে খেলেছি। ধোনি, রোহিত বিশেষ করে কোহলিকে। এই চড়াই–উতরাই সফর আমাকে শিক্ষা দিয়েছে।’‌

৩৩ বছরের রায়ডু বিশ্বকাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। কিন্তু চোট পাওয়া শিখর ধাওয়ান এবং বিজয় শঙ্করের জায়গায় ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগরওয়ালকে ডেকে নেওয়া হয়েছে। এভাবে দু’‌বার তাঁকে উপেক্ষা করায় হতাশ হয়েছেন রায়ডু। কিন্তু বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‌রায়ডু বোর্ডকে পাঠানো ই–‌মেলে অবসরের কারণ স্পষ্ট করে কিছু জানায়নি।’‌

বিশ্বকাপের দল ঘোষণার পর অবশ্য তাঁর জায়গায় বিজয় শঙ্করকে দলে নেওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন রায়ডু। মুখ্য নির্বাচক এম এস কে প্রসাদের যুক্তি ছিল, শঙ্করের ত্রিমুখী প্রতিভা আছে। এই যুক্তিকে কটাক্ষ করেই রায়ডু লিখেছিলেন, ‘‌থ্রিডি চশমার অর্ডার দিলাম। বিশ্বকাপ দেখার জন্য।’‌

দেশের হয়ে ৫৫টি একদিনের ম্যাচে খেলেছেন। রান ১৬৯৪, গড় ৪৭.‌০৫। ৩টি সেঞ্চুরিও রয়েছে। একদিনের ক্রিকেটে অভিষেক জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৩ সালে হারারেতে। এ বছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। ৬টি টোয়েন্টি২০ ম্যাচও খেলেছেন তিনি। তবে সাফল্য নেই। টেস্ট দলে কখনও ডাক পাননি।

রায়ডু বরাবরই একটু মেজাজি। বেশ কয়েকবার সতীর্থদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। এমনকী ঘরোয়া ক্রিকেটে কর্তাদের সঙ্গেও তাঁর ঠোকাঠুকি লেগেছে। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটির জেরে দু’‌ম্যাচের জন্য নির্বাসিতও হয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন গত বছরই। একদিনের ক্রিকেটে মন দিতে।

এদিকে রায়ডু অবসর নেওয়ায় অনুরাগীরা হতাশ। হতাশ বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীরও। শেহবাগ লিখেছেন, ‘‌বিশ্বকাপ থেকে এভাবে উপেক্ষিত হলে খারাপ লাগবেই। তবে রায়ডুকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’‌ গৌতম গম্ভীর এর থেকেও কড়া সুরে বলেছেন, ‘‌নির্বাচকরা সিদ্ধান্ত নিতে পারেননি। ওঁদের জন্যই রায়ডু অবসর নিয়েছে। রায়ডুর যা রান করেছেন পাঁচ নির্বাচকের মোট রানের থেকেও বেশি।’‌ এক অনুরাগীও লিখেছেন, ‘‌আরও এক প্রতিভাবান ক্রিকেটার অবসর নিলেন নির্বাচকদের নির্বুদ্ধিতায়।’‌

অন্যদিকে অবসর ঘোষণার দিন রায়ডুকে ট্রোল করল আইসল্যান্ড ক্রিকেট। টুইট করেছে, ‘‌‌প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটে উইকেট আছে মায়াঙ্কের। থ্রিডি চশমাটা এবার তুলে রাখুন রায়ডু। বরং সাধারণ চশমাটা চোখে দিয়ে আমাদের বানানো কাগজগুলো হাতে তুলে নিন। অম্বাতি রায়ডু আপনি বরং আমাদের সঙ্গে যোগ দিন।’‌ ‌‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)