অজিঙ্ক রাহানে পিছন থেকেই বিরাট কোহলিকে সাহায্য করবেন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল

জাস্ট দুনিয়া ডেস্ক: অজিঙ্ক রাহানে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। প্রশ্ন উঠে গিয়েছিল ভারতীয় টেস্ট দলের দায়িত্ব কেন পাবেন না সফল এই অধিনায়ক? কিন্তু সব প্রশ্ন আর জল্পনায় জল ঢেলে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলির হাতেই। তা নিয়ে অবশো রাহানের কোনও আফশোস নেই। তিনি পিছনের সিটে থাকাটাই উপভোগ করতে চান।

করোনা পরবর্তী সময়ে ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হতে চলেছে। যা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এই ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি। রয়েছেন অস্ট্রেলিয়ার মাটি থেকে দলকে টেস্ট সিরিজ জিতিয়ে আনা অধিনায়ক রাহানেও। তবে কোনওভাবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অজিঙ্ক রাহানে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই সিরিজের ফলের উপর সিদ্ধান্ত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কে হবে। জুনে লর্ডসে হবে এই ফাইনাল।

বুধবার ভার্চুয়াল মিডিয়া কনফারেন্সে রাহানে বলেন, ‘‘আমার কাজ পিছনের সিটে থেকে বিরাটকে সাহায্য করা। আমার কাজ এখন খুব সহজ। যখন বিরাট আমাকে কিছু জিজ্ঞেস করবে আমি ও বলব। বিরাটই অধিনায়ক ছিল, পারিবারিক কারণে ফিরে এসেছিল। আর সে কারণেই অস্ট্রেলিয়া সিরিজে আমি অধিনায়ক হয়েছিলাম।’’

তবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় তাঁর কাছে এখন অতীত। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া এখন অতীত। এখন আমরা বর্তমানে রয়েছি। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতে আসা ইংল্যান্ডকে আমরা সমীহ করছি। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই এবং আমরা কোনও কিছুই সহজে নিচ্ছি না।’’

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনও ভাবতে নারাজ তিনি। বরং এই সিরিজ নিয়েই ভাবতে চাইছেন। তিনি বলেন, ‘‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও তি-চার মাস বাকি আছে। ফোকাস বর্তমান সিরিজের উপরই থাকা উচিত। নিউজিল্যান্ড খুব ভাল খেলছে এবং ফাইনালে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের জন্য আমরা একটি করে গেম ধরেই এগোব।’’

চিপকের স্পিনিং উইকেটে দলের কম্বিনেশন কী হবে তা এদিন খোলসা করেননি সহ-অধিনায়ক। তিনি বলেন, ‘‘আমরা আগামী কালের অনুশীলনের পর সিদ্ধান্ত নেব দল কী হবে।’’ অক্ষর প্যাটেলের টেস্ট অভিষেক হবে কিনা সেই দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।

সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভারতের উইকেটে সব সময়ই স্পিনারদের জন্য কিছু থাকে। আমরা আমাদের শক্তির জায়গায় ফিরে এসেছি। অপেক্ষা করুন এবং দেখুন।’’

(আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)