ইতিহাসে আফগানিস্তানের ক্রিকেট, ভারতের মাটিতে দ্বিতীয় টেস্টেই জয়

ইতিহাসে আফগানিস্তানের ক্রিকেটটেস্ট জয়ের পর আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: আইসিসি টুইটার

জাস্ট দুনিয়া ডেস্ক:  ইতিহাসে আফগানিস্তানের ক্রিকেট । আর সেই ইতিহাসের সাক্ষী থেকে গেল ভারত। এই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আফগানিস্তান। আর সেই ইতিহাস রচিত হল দেরাদুনের মাটিতে। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল তারা। এক দিন বাকি থাকতেই। জেতার জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল ১৪৭ রানের। তারা ৩ উইকেটে ১৪৯ রান তুলে জিতে যায়। রহমত শা ৭৬ রান করেন। ইহসানুল্লা ৬৫ রান করে অপরাজিত থেকে যান।

রহমতের ১২২ বলের ইনিংসে ১৩টি চার রয়েছে। ইহসানুল্লার ইনিংসে রয়েছে ৮টি চার, ২টি ছয়। দ্বিতীয় উইকেটে দুজনে ১৩৯ রান যোগ করেন। পরপর দুই বলে রহমত ও মহম্মদ নবি আউট হয়ে যান। নবি রান আউট হন। কিন্তু তখন আফগানিস্তানের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা।

ম্যাচের পর আফগানিস্তানের অধিনায়ক আসঘার আফগান বলেন, ‘‌‘টেস্টে খেলা আমাদের স্বপ্ন ছিল। আর দ্বিতীয় টেস্টেই আমরা জয়ের স্বাদ পেয়ে গেলাম। এটা আফগানিস্তানের এবং আমাদের দেশের মানুষের কাছে একটা ঐতিহাসিক দিন।’‌’

ভারতে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার, নিবার্সনের পর প্রথম প্রতিযোগিতা আইপিএল

মাত্র দ্বিতীয় টেস্টেই জেতার কৃতিত্ব এর আগে ছিল শুধু ইংল্যান্ড এবং পাকিস্তানের। রেকর্ড অস্ট্রেলিয়ার। তারা প্রথম টেস্টেই জিতেছিল। এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রথম জয়ের স্বাদ পেতে ৬টি টেস্ট অপেক্ষা করতে হয়েছিল। বাকিরা খানিকটা পিছনে। জিম্বাবোয়ে (‌১১)‌, দক্ষিণ আফ্রিকা (‌১২)‌, শ্রীলঙ্কা (১৪)‌, ভারত (‌২৫)‌, বাংলাদেশ (‌৩৫)‌, নিউজিল্যান্ডকে (‌৪৫)‌ তাদের প্রথম টেস্ট জিততে আরও অনেকটাই অপেক্ষা করতে হয়েছিল। ‌

আফগানিস্তান কী করে দ্বিতীয় টেস্টেই জিততে পারল, তার একটা ব্যাখ্যা রয়েছে অধিনায়কের কাছে। বলেন, ‘‌‘আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্যই এটা হয়েছে। আমরা এখন চারদিনের ম্যাচ অনেক বেশি খেলছি। ফলে আমরা এ ব্যাপারে অভিজ্ঞ, পরিণত। এখন আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচও খেলা হয়। আগে আমরা দুই বা তিন দিনের ম্যাচ খেলাতম। কিন্তু এখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি।’‌’

আফগানিস্তানের এই জয়ে বেশই ভূমিকা বোলারদের। জোরে বোলার ইয়ামিন আহমাদজাই এবং তিন স্পিনার রশিদ খান, মহম্মদ নবি এবং ওয়াকার সালামখেইলের দাপটে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ১৭২ রানে শেষ হয়ে যায়। টস জিতে আইরিশরাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এটাও তাৎপর্যপূর্ণ। কারণ গত ছয় বছরে এই প্রথম কোনও বিদেশি দল টস হেরেও ভারতের মাটিতে টেস্ট জিতল।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)