তৃতীয় টেস্ট: দুরন্ত কামব্যাক ভারতের, সমালোচকদের মাঠেই জবাব হার্দিকের

তৃতীয় টেস্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: তৃতীয় টেস্ট , আর তাই ঘুরে দাড়ানোর জন্য বেছে নিয়েছে বিরাট অ্যান্ড ব্রিগেড। তা ব্যাটে হোক বা বলে, প্রথম দিন থেকেই লড়াই শুরু করে দিয়েছিল ভারত। যদিও টস হেরেই শুরু করেছিল আগের দুই ম্যাচের মতোই। কিন্তু এটাই হয়তো বিরাটদের জন্য এল আশীর্বাদ হয়ে। কারণ টস হেরে ব্যাট পাওয়ার পর বিরাট জানিয়েছিলেন তাঁরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। স্টোকসের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তার মধ্যেই দুই ম্যাচ হারের পর আশা দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করে দ্বিতীয় দিন ৩২৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। বিরাট কোহলির ৯৭ ও অজিঙ্ক রাহানের ৮১ রানের দৌলতেই ভদ্রস্থ রানে পৌঁছয় ভারত। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন অ্যান্ডারসন, ব্রড ও ওকস। জবাবে ব্যাট করতে নেমে ১৬১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ব্যাটসম্য়ানদের লড়াইয়ের যোগ্য সম্মান দেন বোলাররাও। টেস্ট অভিষেকেই উইকেটের পিছনে দাড়িয়ে পাঁচটি ক্যাচ নেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান বাটলারের ৩৯।

ইন্দোনেশিয়ায় ভারতের শুরুটা হয়েছিল জোড়া ব্রোঞ্জ দিয়ে

দু’দিন আগেই তৃতীয় টেস্ট শুরু আগে ঘোরার ছবি দিয়ে ট্রোলড হয়েছিলেন হার্দিক পাণ্ড্যে। নানাভাবে তাঁকে মন্তব্যে মন্তব্যে হেনস্তা করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে না ঘুরে খেলায় মন দিক। কিন্তু সেখানে কোনও জবাব দেননি এই অল-রাউন্ডার। কিন্তু তাঁর আসল জায়গা যেটা সেই মাঠেই সমালোচকদের যোগ্য জবাব দিলেন হার্দিক। ৬ ওভার হবল করে ২৮ রান দিয়ে নিলেন ৫ উইকেট। দুটো করে উইকেট নিলেন বুমরাহ ও ইশান্ত।

দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে ভারত। ৪৪ ও ৩৬ রান করে প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। আবারও ফ্লপ ভারতের দুই ওপেনার। দিনের খেলা শেষে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৮) ও বিরাট কোহলি (৩৩)। হাতে রয়েছে আরও তিন দিন। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে রয়েছে ২৯২ রানে। হাতে রয়েছে ৮ উইকেট।

প্রথম টেস্ট শেষ হয়েছিল চার দিনে। দ্বিতীয় টেস্ট শেষ হয় তিন দিনে। তৃতীয় টেস্টও যে পুরো পাঁচ দিন খেলা হবে না তা এখনও পরিষ্কার হয়ে গিয়েছে। তবে, পর পর দুই ম্যাচ হারের পর তৃতীয় টেস্টে জয়ের আশা দেখাচ্ছে টিম ইন্ডিয়া।