২০২০ টি২০ বিশ্বকাপ: সূচি ঘোষণা করে দিল আইসিসি

T20 World Cup Fixture

জাস্ট দুনিয়া ডেস্ক: ২০২০ টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৮ অক্টোবর থেকে। ফাইনাল ১৫ নভেম্বর। ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলা। গ্রুপ পর্বের খেলা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। সেমিফাইনাল ১১ ও ১২ নভেম্বর। ফাইনাল হবে ১৫ নভেম্বর।

আইসিসি ২০২০ টি২০ বিশ্বকাপে দুটো গ্রুপে ভাগ করে হবে গ্রুপ পর্বের খেলা। সেক্ষেত্রে ভারত রয়েছে গ্রুপ ২-এ। সেই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও দ’টি যোগ্যতা অর্জন করা দল। গ্রুপ ১-এ রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ও যোগ্যতা অর্জন করা দুই দল।

মেয়েদের টি২০ বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৮ মার্চ। মেয়েদের টি২০ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব আগেই হয়ে যাবে। সরাসরি গ্রুপ পর্ব থেকেই শুরু হবে মেয়েদের টি২০ বিশ্বকাপ। গ্রুপ পর্বের খেলা চলবে ৩১ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। ৫ মার্চ সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল।

ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই জিতে সিরিজ দখলে নিলেন কোহলিরা

মেয়েদের বিশ্বকাপে ভারত রয়েছে গ্রুপ ‘এ’তে। ভারতের সঙ্গে গ্রুপ ‘এ’তে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও যোগ্যতা অর্জন করা একটি দল। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও যোগ্যতা অর্জন করা একটি দল।

এই প্রথম একই বছরে, একই দেশে দুটো টি২০ বিশ্বকাপ হতে চলেছে। মেলবোর্নে পার্কেই হবে দুটোর ফাইনাল। মেয়েদের বিশ্বকাপ হবে ১০ দলের। ছেলেদের বিশ্বকাপ হবে ১২ দলের।

ছেলেদের বিশ্বকাপে ২৪ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। ভারতকে প্রথম খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে  ভারতের মেয়েরা শুরু করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই দিয়ে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)