প্রথম টেস্টে চার দিনেই হার ভারতের, ৮৪ রানও করতে পারল না

প্রথম টেস্টে চার দিনেই হার ভারতেরজয়ের পর ইংল্যান্ড দল।

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রথম টেস্টে চার দিনেই হার ভারতের। এত সহজ জয়ের সুযোগ কি আর আসবে ভারতের সামনে? শনিবারে হারের পর এই প্রশ্নই ঘুরছে ক্রিকেট বিশ্বের আনাচ-কানাচ। হাতে দু’দিন ছিল মাত্র ৮৪ রান করার জন্য। সঙ্গে ছিল ৫ উইকেট।  তাও লক্ষ্যে পৌঁছতে পারল না ভারত। ৩১ রানে হেরে বসলেন বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে ১৪৯ রানের ইনিংস খেলে দেশকে ভরসা দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও কঠিন সময়ে সেই বিরাটই হাল ধরেছিলেন ভারতীয় ইনিংসের। কিন্তু আর কেউই সাহায্যে এগিয়ে আসতে পারল না। ৮৪ রান করতে উড়ে গেল ভারতের ৫ উইকেট।

টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ভারত থেমেছিল ১১০/৫এ। ক্রিজে ৪৩ রান করে ছিলেন বিরাট ও ১৮ রান করে কার্তিক। কিন্তু চতুর্থ দিন এই দু’জন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ১৯৪ এর জায়গায় ১৬২ রানেই শেষ হয়ে যায় ভারত। আজ রাতে হয়তো কেউ ঘুমতে পারবেন না এমন হারের বোঝা কাঁধে নিয়ে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেনবেন স্টোকস। ২ টো করে উইকেট অ্যান্ডারসন ও ব্রডের। একটি করে উইকেট নেন কুরান ও রশিদ। যাঁদের বলের সামনে মাথা তুলে দাড়াতে পারল না ভারতের ব্যাটসম্য়ানরা।

হাতে দু’দিন, জিততে হলে ভারতকে করতে হবে ৮৪ রান

প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শুরুটা আহামরি কিছু করতে পারেনি। ২৮৭ রানেই অল-আউট হয়ে যায় আয়োজক দেশ। অশ্বিন ৪ ও মহম্মদ শামির ৩ উইকেটের দাপটে ভারতের সামনে বড় লক্ষ্য রাখতে ব্যর্থ হয় ইংল্যান্ড। সেই লক্ষ্যে নেমেও অল্প কিছু রানের জন্য পিছিয়েই থাকেন বিরাটরা। বিরাটের বড় রানও সেই লক্ষ্য ছাপিয়ে যেতে পারেনি। ২৭৪ রানে শেষ হয়ে যায় ভারত।

দ্বিতীয় ইনিংসে আবারও বড় রান করতে ব্যর্থ ইংল্যান্ড। ১৮০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইশান্ত শর্মা ৫ উইকেট নেন। ৩ উইকেট অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামে ভারত তখন দরকার ছিল মাত্র ১৯৪ রান। হাতে ছিল দু’দিন। কিন্তু সেই রানই করতে পারল না ভারত।  ৩১ রানে হেরেই শেষ হল ভারতের প্রথম টেস্ট।