বিদায় নেইমার, সেমিফাইনালে ফ্রান্স বনাম বেলজিয়াম

বিদায় নেইমারগ্যালারিতে হতাশ ব্রাজিল সমর্থক।

জাস্ট দুনিয়া ডেস্ক: বিদায় নেইমার । আরও এক তারকা পতন হয়ে গেল বিশ্বকাপের মঞ্চ থেকে। মেসি, রোনাল্ডোরা ছিটকে যাওয়ার পর তিনিই ছিলেন কেন্দ্রে। কিন্তু বেলজিয়ামের কাছে ব্রাজিলের হারের সঙ্গেই শেষ হয়ে গেল নেইমারের বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে সেই ছন্দেও খুঁজে পাওয়া গেল না নেইমার জুনিয়ারকে। যার ফল হার।

তার আগেই উরুগুয়েকে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে উঠে এসেছে ফ্রান্স। নভোগার্ডে ফ্রান্সের খেলা বলছে এ বার বিশ্বকাপে তারকা হয়ে উঠছেন ফ্রান্সের দু’জন। গ্রিজম্যান ও এমবাপে। শুক্রবার গ্রিজম্যানের পা থেকে গোল এলেও এমবাপে কিন্তু গোলহীন অবস্থাতেই মাঠ ছেড়েছেন। কিন্তু যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ তাঁকে সামলাতেই নাস্তানাবু হতে হয়েছে উরুগুয়ে রক্ষণকে। সারাক্ষণ ছটফট করেছেন মাঠের মধ্যে। তাঁকে সামলাতে গিয়ে অন্যদিক থেকে গোলহজম করেছে কাভানিহীন উরুগুয়ে।

বিশ্বকাপের আরও খবর পড়তে ক্লিক করুন

এ দিন নেইমারের মতো ফ্লপ আরও এক তারক লুইস সুয়ারেজও। গোলের মুখ খুলতে ব্যর্থ তাঁর দেশ। ম্যাচের ৪০ মিনিটে ভারানের গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ৬১ মিনিটে ২-০ করেন গ্রিজম্যান। প্রথমার্ধে উরুগুয়ে কিছু সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি চলে যায় ফ্রান্সের দখলে। নিশ্চিত একটি গোলের সুযোগ আটকে দেন হুগো লরিস। এই মুহূর্তে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের পর যদি ফুটবল বিশ্বে কেউ সুখীতম মানুষ হন তা হলে তিনি দিদিয়ের দেশাম্প।

ফ্রান্স শিবিরে উচ্ছ্বাস।

ব্রাজিলকে ছিটকে দিয়ে বেলজিয়ামের আনন্দটা সবার থেকে বেশি। তাই সুখীতম মানুষের তালিকায় শীর্ষে এখন রবার্তো মার্টিনেজ। এই নিয়ে ব্রাজিলকে পর পর চারবার ছিটকে যেতে হল ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে। পুরো ম্যাচে ব্রাজিল এমন কিছু করেনি যা দেখে মনে হবে জিততেও পারত তারা। বরং প্রথম থেকেই দারুণ ফুটবল খেলল বেলজিয়াম। শুরুতে আক্রমণ, তারপর দারুণভাবে জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ ব্রাজিল।

গোলের পর বেলজিয়ামের ডে ব্রুয়েনের উচ্ছ্বাস।

পুরো ম্যাচটাই দাঁড়িয়ে থাকল সেটপিস আর কাউন্টার অ্যাটাকের উপর। প্রথম ভুলটা অবশ্য করে ফেলেছিল ব্রাজিলও। ১৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দিয়েছিলেন ফার্নান্দিনহো। তাতেই এগিয়ে যায় বেলজিয়াম। এ বারের মতো বিশ্বকাপে ব্রাজিলে ভিলেন হয়ে গেলেন ফার্নান্দিনহো। ৩১ মিনিটে ২-০ করেন ডে ব্রুয়েন। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামকে দেখা গেল রক্ষণ সামলে তবেই আক্রমণে উঠতে। সেই ফাঁকেই ব্যবধান কমায় ব্রাজিল। ৭৬ মিনিটে রেনাতো অগাস্তোর গোলে একটা আশা জেগে উঠেছিল গ্য়ালারিতে। স্তব্ধ হয়ে যাওয়া হলুদ-সবুজ ঢেউ আবার আছড়ে পড়তে শুরু করেছিল। কিন্তু ম্যাচ শেষে বাঁশি বাজতেই সেই ঢেউ রঙ বদলে হয়ে গেল লাল।

প্রথম সেমিফাইনালটা তাই এ বার হাড্ডাহাড্ডি। কেউ যে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা কোয়ার্টার ফাইনালেই প্রমাণ হয়ে গিয়েছে। এ বার শুধু ফ্রান্স বনাম বেলজিয়াম ম্যাচের কিক অফ হওয়ার অপেক্ষা। তার আগে শনিবার নিশ্চিত হয়ে যাবে আরও দুই সেমিফাইনালিস্ট।

ছবি: ফিফা টুইটার