বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচ, শুরু বিতর্ক

ইস্টবেঙ্গল ইনভেস্টরা বিদায় নিচ্ছে

জাস্ট দুনিয়া ব্যুরো: বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ। তাও আবার লিগের উদ্বোধনী খেলাই। এমনটা না হলেও হত। কলকাতা ফুটবল মানেই তো প্রবল বৃষ্টিতে কাঁদা মেখে ফুটবল পায়ে লুটোপুটি। এই বৃষ্টি মাথায় করেই দলকে সমর্থন করতে মাঠ ভরিয়েছিলেন সমর্থকরা। ভরে গিয়েছিল গ্যালারি। আসল লুসার তাঁরাই। এই বৃষ্টিতেই তো ফুটবল হয়ে এসেছে এতদিন। তা হলে কেন বন্ধ হয়ে গেল কলকাতা লিগের প্রথম ম্যাচ?

প্রশ্ন উঠছে ম্যাচ কমিশনার কেন বন্ধ করে দিলেন খেলা। বিকেল সাড়ে চারটের সময় ইস্টবেঙ্গল মাঠে ২০১৮ কলকাতা লিগের উদ্বোধন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল-টালিগঞ্জ ম্য়াচ দিয়ে। ম্যাচের শুরু থেকেই শুরু হয় বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতাও। কিছুক্ষণের মধ্যেই জল জমে যায় মাঠে বিভিন্ন অংশে। ফুটবলারদের বুটের ঘায়ে উঠে আসে মাটি, তৈরি হয় খন্দ। তার মধ্যেই চলতে থাকে খেলা।

মাঠে জল জমে বার বার বলও আটকে যেতে থাকে। ম্যাচ বন্ধ করার কথা তখন কিন্তু ভাবা হয়নি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর খেলা শুরু করতে চায়নি রেফারি। ততক্ষণে বৃষ্টির প্রকোপও কমে এসেছে। মাঠে যে জল জমেছিল তাও নেমে গিয়েছে।  কিন্তু ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন রেফারি। যাতে রীতিমতো বিরক্ত টালিগঞ্জ অগ্রগামীর কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর তিনি বলেন, ‘‘দ্বিতীয়ার্ধে ম্যাচ বাতিল হওয়ার মতো অবস্থা ছিল না। যদি ম্যাচ বাতিল করতে হত তা হলে বিরতির ১৫ মিনিট আগেই করতে হত।’’

বিরাটের সেঞ্চুরি, বাকিরা চূড়ান্ত ফ্লপ

নিন্দুকেরা বলছেন, প্রথমার্ধে ম্যাচ ১-১ হয়ে যাওয়ার পর হারের ভয়ে ইস্টবেঙ্গল আর খেলতে চায়নি। তবে এটা নিন্দুকদের বক্তব্য। ম্যাচ কমিশনারের দাবি এই পরিস্থিতিতে খেললে চোট-আঘাত হতে পারে। সে কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে খেলা। কিন্তু টালিগঞ্জ অগ্রগামী তা কিছুতেই মেনে নিতে পারছে না।

কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছিল ইস্টবেঙ্গলের গোল দিয়েই। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন আইদারা। ডিকার ক্রস থেকে আইদারার শট রিচার্ডের গায়ে লেগে চলে যায় গোলে। এর পর খেলা থেকে হারিয়ে না গিয়ে আরও প্রবলভাবে খেলায় ফেরে টালিগঞ্জ। ৩০ মিনিটে ড্যানিয়েল বিদেমির পাস থেকে লাগসের শট দ্বিতীয় পোস্ট গা ঘেঁষে চলে যায় গোলে। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। এর পর আর খেলা শুরু করা যায়নি।

কলকাতা লিগের ইতিহাসে এই প্রথম পরিত্যক্ত হয়ে গেল উদ্বোধনী ম্যাচই। বিশেষজ্ঞদের দাবি এই মাঠে খেলা হতেই পারত।