ভারতীয় ক্রিকেট বোর্ড এক সঙ্গে ৬টি দল ঘোষণা করল

ভারতীয় ক্রিকেট বোর্ডঅজিঙ্ক রাহানে

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড এমনটা হয়তো আগে কখনও ঘটায়নি। এভাবে নির্বাচকদের একসঙ্গে ছ’টি ভারতীয় দল বাছতে হয়নি আগে। দুটো হয়েছে কখনও সখনও, কিন্তু ছ’টা? না এই প্রথম একসঙ্গে ছ’টি টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেট দল বেছে নিলেন বিসিসিআই-এর নির্বাচকরা।

সেই ছয় দলের তালিকায় সবার আগে ছিল আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচের সিরিজের দল ঘোষণা। ১৪ জুন সেই ম্যাচ খেলা হবে। সেখানে থাকছেন না বিরাট কোহলি। বিরাটের জায়গায় দলে এসেছেন করুন ‌নায়ার। অধিনায়কত্বের দায়িত্ব যে অজিঙ্ক রাহানের হাতেই যাবে সেটা আগে থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল। পুরো জুন মাসটাই বিরাট কাটাবেন ইংল্যান্ডে কাউন্টি খেলে। এ ছাড়া ইংল্যান্ডে তিন ম্যাচের টি২০ ও ওডিআই সিরিজেরও দল বেছে নেওয়া হয়। সে দলের দায়িত্বে অবশ্য ফিরছেন বিরাট।

কলকাতার সামনে যা লক্ষ্য ছিল মুম্বইয়ের সামনেও তাই

দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেট বোর্ড কেমন দল বানাল

আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট দল

অজিঙ্ক রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্যে, ইশান্ত শর্মা শার্দূল ঠাকুর।

 আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের দল: 

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ড্যে, এমএস ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যে, সিদ্ধার্থ কল, উমেশ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ দল: 

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান,  রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ড্যে, এমএস ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, সিদ্ধার্থ কল, উমেশ যাদব।

ইংল্যান্ডে বিরুদ্ধে ওয়ান ডে দল: 

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যে, সিদ্ধার্থ কল, উমেশ যাদব।

ইংল্যান্ড লায়ন্স ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিরুদ্ধে ইন্ডিয়া ‘এ’ দল

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, শুবমন গিল, হনুমা ভিহারি, সঞ্জু স্যামসন, দীপক হুদা, ঋশভ পন্থ (উইকেটকিপার), বিজয় শঙ্কর, কে গৌথম, অক্ষর প্যাটেল, ক্রুনাল পাণ্ড্যে, প্রসিধ কৃষ্ণা, দীপক চাহার, খলিল আহমেদ, শার্দূল ঠাকুর।

চার দিনের ম্যাচের জন্য ইন্ডিয়া ‘এ’ দল: 

করুন নায়ার (অধিনায়ক), আর সমর্থ, মায়াঙ্ক আগরওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, পৃথ্বী শ, হনুমা ভিহারি, অঙ্কিত বাওনে, বিজয় শঙ্কর, কেএস ভরত (উইকেটকিপার), জয়ন্ত যাদব, শাহবাজ নাদিম, অঙ্কিত রাজপুত, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, রজিশ গুরবানি।